X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দণ্ডিত ১২১ শিশুর মুক্তি

গাজীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ২৩:১৬আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২৩:৩৮

আদালত গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত ১২১ শিশুকে মুক্তি দেওয়া হয়েছে। বয়স ১২ বছরের নিচে থাকায় ১১ শিশুকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১১০ শিশুর বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে হওয়ায় তাদের জামিন দেওয়া হয়েছে। শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান এ তথ্য জানান।

সোমবার (১১ নভেম্বর) রাত ৯টায় এই শিশুদের তাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।

শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানান, ১২ থেকে ১৮ বছরের শিশুদের মুক্তি ও ১২ বছরের নিচে ১১ শিশুকে ছেড়ে দেওয়ার জন্য আজই (সোমবার) উচ্চ আদালতের আদেশ পেয়েছি। সেই অনুযায়ী ১১ শিশুর বয়স ১২ বছরের নিচে থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১০ শিশুর বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে হওয়ায় শিশু আদালতের নির্দেশনা অনুযায়ী ৬ মাসের জামিন দেওয়া হয়েছে। তবে শিশু আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, অপরাধে জড়িত শিশুদের বিচার শুধু শিশু আদালতেই হবে। তা না করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত শিশুদের বিভিন্ন সময় দণ্ড দিয়েছে। এ সংক্রান্ত ঘটনায় একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ার পর আদালত বিষয়টি আমলে নিয়ে যশোর ও টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের শিশুদের মুক্তি দেওয়ার জন্য ওই দুই কেন্দ্রের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন। আদালতের এমন নির্দেশনার কপি আজ সোমবার হাতে পেয়ে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে শিশুদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়।

ঢাকার মোহাম্মদ এলাকার রাজ্জাক বলেন, ‘আজ থেকে আমার ছেলেকে চোখের আড়াল করবো না। আবার সে লেখা-পড়ায় মনোযোগী হবে।’ এ সময় তার চোখ দিয়ে পানি ঝরতে দেখে তার ছেলেও কেঁদে ফেলে।

একই এলাকা থেকে আসা রেখা আক্তার বলেন, ‘ছেলেকে কাছে পেয়ে আমি খুব খুশি। কোনও দোষ না থাকলেও আমার ছেলেকে ধরে নিয়ে আসে। তবে এত তাড়াতাড়ি ছেলেকে ছাড়াতে পারবো কোনও দিন কল্পনাও করিনি।’

ওই তত্ত্বাবধায়ক আরও জানান, টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের ৯৭৯ জন শিশু সকাল পর্যন্ত বন্দি ছিল। এদের মধ্যে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত শিশু রয়েছে ১২১ জন। তাদের মধ্যে ৬ মাসের সাজা শেষে রবিবার মুক্তি পেয়েছে একজন। বাকি ১২০ জনের মধ্যে ২৮ জনের বয়স ১৭ বছর। ১৬ বছরের আছে ২৬ জন। ১৫ বছরের ২০ জন, ১৪ বছরের ১৬, ১২ বছরের ১১ জন ও ৭ জনের বয়স ১৩ বছর। বাকি ১২ জনের বয়স ৮ থেকে ১১ বছর।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না