X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পর্যটকের জন্য প্রস্তুত নয় সুন্দরবন

খুলনা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ০১:২৫আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০১:৩৭

সুন্দরবন পশ্চিম বিভাগের বন কর্মকর্তার অফিসে পর্যটকদের ভিড় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সুন্দরবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিরুপণ করা সম্ভব হয়নি। রবিবার (১০ নভেম্বর) বিকাল পর্যন্ত সুন্দরবনের মধ্যে থাকা চারটি রেঞ্জের ১৬টি স্টেশনের কর্মীরা ৬৩টি ইউনিটে নিজেদের অফিস ঘর রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। বন কর্মকর্ত ও কর্মীরা সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে সুন্দরবনের প্রতিটি স্তরের ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ শুরু করেছেন। তারা বনের অভ্যন্তরে ঘুরে-ঘুরে ক্ষতির চিত্র জানার চেষ্টা করছেন।

ঘূর্ণিঝড় বুলবুলকে ঘিরে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশ করতে পারেনি। সোমবার রাতে একটি পর্যটক টিম সুন্দরবনের উদ্দেশে যাত্রা করলে বনবিভাগ তাদেরকে প্রতিরোধ করে। এ নিয়ে পর্যটক ও বনবিভাগের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বনবিভাগের বক্তব্য এখনও সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া শুরু হয়নি। পাশ পারমিট দেওয়াও বন্ধ রয়েছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বশিরুল আল মামুন বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পশ্চিম সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের আওতায় ৩৬টি ক্যাম্প, ফাঁড়ি, রেঞ্জ ও স্টেশন রয়েছে। কৈখালী, পুষ্পকাঠি ও কদমতলাসহ কয়েকটি ক্যাম্প ও স্টেশন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বনাঞ্চলেও কিছু ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাস না হওয়ায় কোনও বন্যপ্রাণী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। ৩৬টি ইউনিট অফিস থেকে বন কর্মকর্তাদের তত্বাবধায়নে বনাঞ্চলের ক্ষতি নিরুপণের কাজ সোমবার থেকে শুরু হয়েছে। এ কাজ শেষে ক্ষয়-ক্ষতি সম্পর্কে একটি চিত্র পাওয়া সম্ভব হবে। এখন পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতে পারছে না। এখনও সুন্দরবনে পর্যটক প্রবেশে অনুমতি দেওয়া বন্ধ রয়েছে। সুন্দরবনে কঠোর নজরদারি করা হচ্ছে। কোনও প্রকার পাশ পারমিট দেওয়া হচ্ছে না।’
সোমবার রাত ৯টার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের ডিএফও খুলনায় একটি পর্যটক টিমের যাত্রা স্থগিত করেছেন। এর ফলে জাহাজ মালিকের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। রাতে এ নিয়ে ডিএফও খুলনার অফিসে সভা অনুষ্ঠিত হয়।

ডিএফও বশিরুল আল মামুন বলেন, ‘এ মূহুর্তে সুন্দরবনে যাওয়া পর্যটকদের জন্যও বিপদজনক। কারণ কটকা, কচিখালী পর্যটন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত। আরও কয়েকদিন সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।’

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈনুদ্দিন খান জানান, বনের ক্ষয়ক্ষতি নিরূপণে ১৬টি স্টেশনের ৬৩টি ক্যাম্পের কর্মীরা কাজ শুরু করেছে। এ অবস্থায় সুন্দরবনে আপাতত পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে না। এর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় ‘আইলা’য় একইভাবে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!