X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দূষিত রক্ত ফেলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ নভেম্বর ২০১৯, ১৮:৪৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৯:৩১

চট্টগ্রামে ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা অন্তর্কলহ করবে, অপকর্ম করবে, দুর্নীতি করবে—তাদের আওয়ামী লীগে স্থান হবে না। আমাদের দূষিত রক্তের প্রয়োজন নেই। দূষিত রক্ত বের করে দিতে হবে। দূষিত রক্ত ফেলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। কিছু লোকের জন্য গোটা আওয়ামী লীগ বদনামের ভাগিদার হবে না। কিছু সংখ্যক খারাপ লোকের জন্য আওয়ামী লীগের ভালো অর্জন বৃথা যেতে পারে না।’

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর কালামিয়া এলাকায় কে বি কনভেনশন সেন্টারে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত আওয়ামী লীগ নেতা এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সেতুমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা কলহপ্রিয়, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, অপকর্মকারী, তাদের অপকর্মের দায় দল নেবে না। খারাপ লোকের জন্য দলের ভাবমূর্তি বিনষ্ট হলে কাউকে ছাড় দেওয়া হবে না। একটা খারাপ কাজ অনেক ভালো কাজকে ম্লান করে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিবর্তন চাই। তবে আমরা শেকড়ের সঙ্গে যুক্ত পরিবর্তন চাই। আওয়ামী লীগের আদর্শের শেকড় থেকে বিছিন্ন, এমন পরিবর্তন আমরা চাই না। শেকড়ের সঙ্গে আদর্শ সম্পর্কিত। আমরা টেকনোলজির সঙ্গে ট্র্যাডিশনকে যুক্ত করতে চাই না। ট্র্যাডিশন হলো জুনিয়র সিনিয়রকে সম্মান করবে। সিনিয়র জুনিয়রকে স্নেহ করবে। এখানে আমরা ডিজিটাল ব্যবস্থা চাই না।’

চট্টগ্রামে স্মরণসভায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতারা

আখতারুজ্জামান বাবুকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘যারা রাজনীতিকে মানিমেকিং মেশিন মনে করে, টাকা দিয়ে যারা পদ বেচাকেনার রাজনীতিতে বিশ্বাসী, তাদের কাছ থেকে আখতারুজ্জামান চৌধুরী বাবুরা থাকতেন যোজন যোজন দূরে। এ কারণে তিনি মৃত্যুর পরও এখন পর্যন্ত নেতাকর্মীদের হৃদয়ে বেঁচে আছেন।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন,  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,  উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, ড. আবু রেজা মো. নদভী প্রমুখ বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ’৭৫ সালের ১৫ আগস্টের পর আওয়ামী লীগের দুঃসময়ে যখন দল বিপর্যস্ত তখন আখতারুজ্জামান বাবু দলের হাল ধরেছিলেন। তৎকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন, সারাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সঙ্গে আখতারুজ্জামান চৌধুরী বাবু কোনোদিন বেইমানি করেননি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আওয়ামী লীগ যখন মহাবিপর্যয়ের মুখে, তখন দলকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাবু ভাই। সব রক্তচক্ষু উপেক্ষা করেছেন, সব লোভ-লালসা প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভূমিকা রাখাদের অন্যতম ছিলেন বাবু ভাই। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন।’

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘আমরা বাবা ব্যক্তিজীবনে একজন সফল ব্যবসায়ী ছিলেন। তার উদ্যোগে দেশে প্রথম বেসরকারি কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তিনি একজন সফল রাজনীতিবিদও ছিলেন। তিনি নিজেকে ব্যবসায়ীর চেয়ে রাজনীতিবিদ পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।’

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন