X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কর দিলে কেউ গরিব হয় না: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০১৯, ১৭:৪৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:৫৮

বক্তব্য রাখছেন আ জ ম নাছির (ছবি– প্রতিনিধি)

কর দিলে কেউ গরিব হয় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘কর দেওয়ার সক্ষমতা থাকার পরও যারা কর দিচ্ছেন না, তাদের কর দিতে এগিয়ে আসতে হবে। কারণ, কর দিলে দেশ এগিয়ে যাবে। দেশের উন্নয়ন হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা বাড়বে।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘কর রাষ্ট্রের হক। তাই সবাইকে কর দিতে হবে। কর দিলে ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হয়। একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। এখন বলছে, উন্নয়নের রোল মডেল আমরা। অর্থনৈতিক বিস্ময়ের দেশ। আমাদের প্রত্যাশা আকাশচুম্বী; যার বাস্তবায়ন নির্ভর করে পরিকল্পনা, সদিচ্ছা, আন্তরিকতার ওপর।’

তিনি আরও বলেন, ‘কর নিয়ে জনমনে যে বিভ্রান্তি, তা দূর করতে হবে। করদাতার মাইন্ড-সেট পরিবর্তন করতে হবে। আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস পলিসি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি জামাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন কর কমিশনার ইকবাল হোসেন, কর কমিশনার ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী।

বক্তব্যদান শেষে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেয়র।

সাতদিনের এই মেলা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। মেলায় করদাতারা সোনালী, জনতা, বেসিক ব্যাংকের বুথে আয়কর জমা দিতে পারবেন। মেলায় ৪৬টি বুথ, নতুন করদাতার জন্য ইটিআইএন রেজিস্ট্রেশন বুথ, নারী, সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী, সশস্ত্র বাহিনীর করদাতা, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের জন্য কাউন্টার থাকবে। ই-পেমেন্টের মাধ্যমে আয়কর জমার সুবিধা ও রিটার্ন পূরণে সহায়তার জন্য থাকবে হেল্প ডেস্ক।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়