X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শতগ্রাম ইউনিয়নে ডিসেম্বরেই বিদ্যুৎ

দিনাজপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ২২:৫৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২৩:০৯

গ্রামবাসীর বিক্ষোভ আগামী ডিসেম্বর মাসেই দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নবাসী বিদ্যুৎ পাবেন বলে জানিয়েছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) হরেন্দ্রনাথ বর্মন। তিনি বলেন, ‘আমাদের নাম করে অর্থ আদায় করা হলে এলাকাবাসী আমাদের কাছে অভিযোগ দিতে পারে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। পাশাপাশি এলাকাবাসীও আইনানুগ ব্যবস্থা নিতে পারে, সেক্ষেত্রে আমরা সর্বোত্তম সহযোগিতা করবো। ওই এলাকায় আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সংযোগ দেওয়া হবে।’

বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে পশ্চিম রাঙ্গালীপাড়া এলাকার ১৬০টি পরিবার থেকে একটি চক্র টাকা নিয়েও এখনও এলাকায় বিদ্যুৎ সরবরাহ করেনি। বিদ্যুতের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে টেঙ্কি বাজার এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে সেখানে এক সমাবেশ করেন এলাকাবাসী। তাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে হরেন্দ্রনাথ বর্মন এই অঙ্গীকার করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে-ঘরে বিদ্যুৎ বলা হলেও কিছু দালাল চক্রের কারণে টাকা দিয়ে বিদ্যুৎ নিতে হচ্ছে। আমরা জানি বিদ্যুৎ সংযোগ নিতে নির্ধারিত ফি বাদে আর কোনও টাকা লাগে না। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলাম, তরুণ সমাজকর্মী শেখ জাকির হোসেন, আলমগীর হোসেন ও সাদেকুল ইসলাম প্রমুখ।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের জন্য টাকা দিয়েছি, কিন্তু, আমার বাড়ি পর্যন্ত এখনও পোল (খুঁটি) আসেনি।’

আলমগীর ইসলামের আক্ষেপ, ‘আড়াই বছর আগেই স্বপ্ন দেখেছিলাম, বাড়িতে আর হারিকেন-কুপি জ্বলাতে হবে না। কারণ, শিগগিরই বিদ্যুৎ সংযোগ পাচ্ছি। কিন্তু, সেই আশায় গুড়েবালি। আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু, কোনও কাজ করেনি।’

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য টাকা নিয়েছেন এলাকার ইলেক্ট্রিশিয়ান ইউনুস আলী, আব্দুর সালাম, রফিকুল ইসলাম, হায়দার আলী, জিতেন চন্দ্র ও শচিন চন্দ্র।

অভিযোগের বিষয়ে আব্দুর সালামের বক্তব্য, ‘‘মিটার প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা করে খরচ হবে  বলেছিলেন, ‘দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক বদিউল ইসলাম।’ সেই হিসেবে এলাকাবাসীর কাছ থেকে টাকা উত্তোলন করে তাকে দিয়েছি। দুই বছর ঘোরানোর পর তিনি কাগজ দিয়েছেন। বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য ইলেক্ট্রিশিয়ান ইউনুস আলীকেও টাকা দেওয়া হয়েছে। কিন্তু, শুধু পোল স্থাপনা করা হয়েছে। আর কিছু করা হয়নি।’’

টাকা উত্তোলনকারী রফিকুল ইসলাম বলেন, ‘আমি সাড়ে ৪ হাজার টাকা করে উত্তোলন করেছি। টাকা তুলে বদিউল ইসলামকে ৫০ হাজার ও পোল বাবদ ১৫ হাজার টাকা দিয়েছি। আমিসহ হায়দার আলী, আব্দুর সালাম, জিতেন চন্দ্র, শচিন চন্দ্র, ইউনুস আলী, নুর ইসলাম মিলে এই টাকা উত্তোলন করেছি।’

ইলেক্ট্রিশিয়ান ইউনুস আলী বলেন, ‘আমি অফিস খরচ ও আমার কাজের মজুরি নিয়েছি। বাড়ি প্রতি ৫-৬শ টাকা করে নিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক বদিউল ইসলামকে  কল  করা হলে তিনি রিসিভ করেননি। 

সরেজমিন দেখা গেছে, বিদ্যুৎ সংযোগ না থাকায় কৃষিকাজে পানির ব্যবহার, শিক্ষার্থীদের লেখাপড়াসহ দৈনন্দিন নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার শতগ্রাম ইউনিয়নের পশ্চিম রাঙ্গালীপাড়া গ্রামের মানুষদের। ৫ বছর আগে সংযোগের আশায় ৭ লাখ টাকার মতো দিয়েছেন তারা। যা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। গ্রামটিতে শুধু বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন