X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘উল্লাপাড়ায় ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখা হবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ১৬:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

উল্লাপাড়া স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেছেন, ‘কয়েক বছর আগে সিরাজগঞ্জের মুলবাড়িতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যে মহলটি প্রকাশ্যে ট্রেনে আগুন দিয়েছিল, তারাই আবারও উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনে নাশকতা ঘটালো কিনা, সে সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। ইঞ্জিনে আগুনলাগা মাত্রই দ্রুতই তা অন্য বগিতে ছড়িয়ে পড়লো, এটাও সন্দেহের বিষয়। এসব খতিয়ে দেখা হবে। এ ঘটনায় তদন্ত হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পরিদর্শন করেন নূরুল ইসলাম। এসময় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘আমি যতদূর জেনেছি, এখানে সিগন্যালের অবস্থা যথাযথ ছিল। ইঞ্জিন ছাড়া ১৪টি বগিই অনেক টাকা দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়েছে; যেগুলোর স্থায়িত্ব কমপক্ষে ২০ বছরের বেশি। জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ সিঙ্গেল রুট। আগামীতে এখানে ডুয়েল রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে দুটি ভঙ্গুর ও জীর্ণশীর্ণ সেতুও রয়েছে, সেগুলোও শিগগিরই নতুন করে নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি এও জেনেছি, রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় আছেন—যিনি সিরাজগঞ্জ-ঈশ্বরদী সেকশনে রেলপথের ঠিাকাদার ছিলেন। যদি রেলপথ সংস্কার কাজে ওই ঠিকাদারের কোনও গাফিলতি ও দায়িত্বে অবহেলার বিষয় খুঁজে পাওয়া যায়, তাহলে সেটিও ছাড় দেওয়া হবে না।’

এসময় রেলসচিব মোফাজ্জল হোসেন, অতিরিক্ত সচিব মো. ফারুক উজ্জামান, রেল মহাপরিচালক মো. শামসুজ্জামামান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, প্রধান প্রকৌশলী এএসএম মাসুদর রহমান, ডিআরএম (পাকশী) মো. মিজানুর রহমান, উল্লাপাড়ার উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম, মেয়র এসএম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা