X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপির বড় বড় উইকেট পড়ছে: ওবায়দুল কাদের

সাভার প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ২০:৩৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২০:৫৬

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি– প্রতিনিধি) বিএনপির বড় বড় উইকেট পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে জনগণের আস্থা হারিয়েছেন বিএনপির বাঘা বাঘা নেতারা। বিএনপি আজকে পথহারা পথিকের মতো দিশেহারা। অনেক নেতা এখন বিএনপিতে থাকতে চাইছেন না। দলটির আজ আর কোনও রাজনীতি নেই। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। নালিশ ছাড়া তাদের আর কোনও পুঁজি নাই। বিদেশিদের কাছে নালিশ করে, প্রেস ব্রিফিং করে নালিশ করে, এই তাদের সম্বল।’

শুক্রবার (১৫ জুলাই) বিকালে সাভার সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। যারাই টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল ও দুর্নীতি করবে—তাদের কোনও জায়গা হবে না আওয়ামী লীগে।’

আওয়ামী লীগে কোনও অস্থিরতা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন নেতার পেছনে ঐক্যবদ্ধভাবে আছি। তিনিই আমাদের একমাত্র অভিভাবক। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে প্রতিযোগিতা আছে, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা নেই।’

অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রতিযোগিতা থাকতে পারে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ আওয়ামী লীগ থেকে কেউ যেতে চাইছে না। বরং আমরাই দূষিত রক্তগুলো বের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

অনুপ্রবেশকারী সবাই খারাপ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ক্লিন ইমেজের অন্য দলের লোকজনকেও আমরা দলের সদস্যপদ দেই। কিন্তু যারা খারাপ লোক, সন্ত্রাসী, চাঁদাবাজ, তাদের নেতৃত্বে রাখা যাবে না। নেত্রীর কাছে তালিকা আছে। তাই সে রকম কেউ যদি ঢুকেও পড়ে, শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না। আমরা আদর্শের রাজনীতি করি। আমাদের ভুল হতে পারে। কিন্তু আদর্শের শেকড় থেকে আমরা একচুলও সরিনি, একচুল সরবোও না।’

এ সময় আগামী তিন বছরের জন্য সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মিসেস হাসিনা দৌলা এবং সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুরুল আলম রাজীবের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এছাড়া, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ এ সময় অনুষ্ঠানে ছিলেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা