X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

যাত্রীবাহী বাসে চালকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ০৬:২৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৭:৩০

কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী বাসে জহির আহমদ (৫৮) নামক এক চালকের মৃত্য হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার কোটবাজার স্টেশন এলাকায় তার মৃত্যু হয়। নিহত জহির আহমদ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত কাসিম আলীর ছেলে। যাত্রীবাহী বাসে চালকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো সকালে কক্সবাজার শহর থেকে ‘সরাসরি স্পেশাল সার্ভিস’ নামের একটি বাস নিয়ে উখিয়া ও টেকনাফের উদ্দেশে যাত্রা করেন জহির। এক পর্যায়ে প্রায় ২৫ কিলোমিটার গাড়ি চালিয়ে সকাল সাড়ে ৯টা নাগাদ কোটবাজারে পৌঁছান। তখনই তার হার্ট অ্যাটাক হয় বলে প্রতীয়মান হয়। পরে দ্রুত নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে অসাড় হয়ে পড়েন তিনি। গাড়িতে থাকা যাত্রী ও স্থানীয়রা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও-তে কর্মরত এবং ওই বাসের যাত্রী রুবিনা আক্তার জানান, ‘চলন্ত অবস্থায় কোনও চালকের মৃত্যু মনে হয় এই প্রথম দেখলাম। আমরা সবাই তখন গাড়িতে। চাইলে তিনি আমাদের দুর্ঘটনার দিকে ঠেলে দিতে পারতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে উখিয়ার কোটবাজার আসা পর্যন্ত চালক জহিরকে বিচলিত মনে হয়েছে। তবে এভাবে মৃত্যু হবে কল্পনাও করতে পারিনি।’

আব্দুল্লাহ পারভেজ নামের আরেক যাত্রী বলেন, ‘প্রায় অর্ধশতাধিক যাত্রীকে নিরাপদে পার্কিং করে তিনি নিজেই মারা গেলেন। আল্লাহ সব যাত্রীকে নিরাপদ রেখে একজনকেই নিয়ে গেলেন। ভাবতে অবাক লাগে। আমরা সবাই আতঙ্কিত হলেও ওই চালকের জন্য আপসোস হচ্ছে।

জহির আহমদের দুই স্ত্রী, ছয় ছেলে ও চার মেয়ে রয়েছে বলে জানা গেছে।

জহির আহমদের শ্যালক রশিদ আহমদ জানান, প্রতিদিনের মতই জহির গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, অর্ধশত যাত্রী নিয়ে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশে যাচ্ছিলেন। হঠাৎ এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে; এটা ছিল অকল্পনীয়। বিকাল ৪টার দিকে স্থানীয় কবরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনছুর জানান, বিষয়টি বিস্ময়কর। অর্ধশতাধিক যাত্রীর জীবন বাঁচিয়ে সে নিজেই চলে গেলো। এই মৃত্য যেহেতু স্বাভাবিক, সেহেতু নিয়ম অনুযায়ী আইনের কোন ধারায় পড়ে না। তাই স্বাভাবিক প্রক্রিয়ায় দাফনের জন্য পরিবারের কাছে মরদেহটি পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে ভালোভাবে দাফন করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই