X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ক্ষতিপূরণের আশায় সড়কের পাশে রাতারাতি স্থাপনা

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
১৬ নভেম্বর ২০১৯, ১০:১০আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১০:১০

ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে অবৈধ স্থাপনা ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে প্রশস্ত করার কাজ চলতি বছর শুরু হওয়ার কথা। এজন্য সড়কের পাশের জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে। এই খবরে বাড়তি ক্ষতিপূরণ পাওয়ার আশায় সড়কের পাশে রাতারাতি গড়ে উঠছে শত শত অবৈধ স্থাপনা। স্থানীয় একাধিক চক্র কোনও ধরনের অনুমোদন ছাড়াই গড়ে তুলছে ঝুঁকিপূর্ণ স্থাপনা। নিম্নমানের সামগ্রী দিয়ে গড়ে ওঠা এসব স্থাপনার ফলে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। অনুমোদনহীন এসব স্থাপনা তৈরির ফলে অধিগ্রহণের সময় সরকারের ক্ষতিপূরণ বাবদ বাড়তি অর্থ গচ্চা যেতে পারে। এসব স্থাপনা নির্মাণ বন্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার।
সড়ক ও জনপথ অধিদফতরের তথ্যমতে, ২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প। এই প্রকল্পের নরসিংদী জেলায় রয়েছে ৫২ কিলোমিটার সড়ক। মহাসড়ক আইন অনুযায়ী, সড়কের উভয় পাশের ১০ মিটার দূরত্বে স্থাপনা তৈরির নিয়ম রয়েছে। স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণের সময় সরকারের কাছ থেকে বাড়তি ক্ষতিপূরণ পাওয়ার আশায় মহাসড়ক ঘেঁষে উভয় পাশে গড়ে তোলা হয়েছে দেড় শতাধিক অবৈধ স্থাপনা। এসব স্থাপনার মধ্যে রয়েছে বাড়িঘর, মার্কেট ও শিল্প প্রতিষ্ঠানের নামে ভবন। গত ৬-৭ মাস ধরে চলছে বহুতল বিশিষ্ট এসব অবৈধ স্থাপনা তৈরির কাজ। স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার পরও বেশকিছু ভবন তৈরির কাজ চলছে। ক্ষমতাসীন দলের নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ স্থানীয় একাধিক প্রভাবশালী চক্র এসব স্থাপনা তৈরিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।
মহাসড়কের শিবপুর উপজেলার চৈতন্যা এলাকার একটি ভবন নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিক জানান, তিনতলা এই ভবনটির মালিক শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে তাপসের স্ত্রী। তাপস নিজে এটি তদারকি করছেন। কারখানা গড়ে তোলার জন্য ভবনটি তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। আরেকটি নির্মাণাধীন ভবনের শ্রমিক জানান, চারতলা এই ভবনের নিচে গরুর ফার্ম, ওপরে কমিউনিটি সেন্টার হবে। অন্য কক্ষগুলো ভাড়া দেওয়া হতে পারে। তিন মাস আগে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এভাবে মহাসড়কের শিবপুরের কারারচর থেকে ভৈরব পর্যন্ত বিভিন্ন জায়গায় গড়ে তোলা হচ্ছে স্থাপনা।
সড়কের পাশে তৈরি করা হচ্ছে স্থাপনা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, কিছুদিন ধরে রাতারাতি এসব বিল্ডিং উঠছে। একতলা থেকে চারতলা এসব ভবন করা হচ্ছে বাড়তি ক্ষতিপূরণের আশায়। এতে মহাসড়কের জমি অধিগ্রহণের সময় সরকারের বাড়তি টাকা ব্যয় হবে, আর লাভবান হবে এসব চক্র। তারা জানান, এ চক্রটি জমির মালিকদের সঙ্গে কমিশনের চুক্তিতে স্থাপনা গড়ে তুলছে। এসব ভবন অনুমোদন ছাড়াই হচ্ছে। এতে সংশ্লিষ্ট প্রশাসনের কতিপয় লোকজনও জড়িত থাকতে পারে। সরকারের খরচ বাঁচাতে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, সড়কের পাশে আগের অবস্থা ভিডিও রেকর্ডিং করে প্রকল্প পরিচালক দফতরে পাঠানো হয়েছে। চলমান এসব অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে ১৬৪টি স্থাপনা মালিককে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা ও পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মহাসড়ক আইনের শর্ত উল্লেখ করে বিজ্ঞপ্তি টানিয়ে সতর্ক করা হচ্ছে।
জমি অধিগ্রহণ প্রক্রিয়ার বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, সড়কের ভিডিওসহ একটি প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। বিল্ডিংগুলোর বিষয়ে পৌরসভা ও উপজেলা পরিষদ অনুমোদন দিয়ে থাকে। উন্নয়ন সমন্বয় মিটিংয়ে বলা হয়েছে পৌরসভা ও উপজেলা কর্তৃপক্ষ যাতে অনুমোদনবিহীন বিল্ডিংগুলো অপসারণে ব্যবস্থা নেয়।

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার