X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাতাসহ নতুন পেঁয়াজের দাম ৭৫ টাকা কেজি

নীলফামারী প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ১৪:০৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৪:১৯

পাতাসহ নতুন পেঁয়াজ

নীলফামারীর সৈয়দপুরে প্রতি কেজি পেঁয়াজ ২৩০ টাকায় আর পাতাসহ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। শনিবার (১৬ নভেম্বর) সকালে সৈয়দপুর শহরের সবজি আড়তে গিয়ে দেখা যায়, পুরনোর পাশাপাশি নতুন পেঁয়াজও আমদানি হয়েছে। সরবরাহ ভালো থাকার পরও কমেনি পেঁয়াজের দাম। দুই দিন আগে পেঁয়াজ ২শ’ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা দরে। এর সঙ্গে চলতি মৌসুমে উঠা পাতাওয়ালা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। অধিকাংশ ক্রেতাই এখন নতুন পেঁয়াজ কিনছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পেঁয়াজ বিক্রেতা জানান, পুরোন পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। দাম সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত উঠতে পারে বলে তিনি জানান।

সৈয়দপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সাবের আলী অবশ্য ভিন্ন মত প্রকাশ করে বলেন, ‘নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে, এ সপ্তাহের মধ্যে পুরোন পেঁয়াজের দাম কমে যাবে। বাজারে নতুন পেঁয়াজের আমদানির চেয়ে রফতানির পরিমাণ বেশি। নতুন পেঁয়াজ বাজারে আসা মাত্রই ব্যবসায়ীরা কিনে তা ঢাকাসহ সারা দেশে পাঠিয়ে দিচ্ছে। একারণে নতুন পেঁয়াজ উঠলেও স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমছে না।

এসময় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পেঁয়াজ নিয়ে এবার যে পরিস্থিতি হলো তা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ। চাহিদার সঙ্গে মজুদের চরম হেরফের সৃষ্টি হয়েছে। এখন এই অদূরদর্শীতার খেসারত দিতে হচ্ছে।’

সৈয়দপুর পাইকারি সবজি বাজারের আড়ৎদাররা দাম বাড়ার কারণ হিসেবে জানান, পাবনা ও কুষ্টিয়ার পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় বেশি দামে কিনতে হচ্ছে। এছাড়াও সম্প্রতি দক্ষিণাঞ্চলে বুলবুলের আঘাতে মানুষের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় সেখান থেকে পেঁয়াজ আসছে না। এসব কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া পাইকারি বাজারে গিয়ে আড়ৎদাররা কোথা থেকে পেঁয়াজ আমদানি করেছে এ সংক্রান্ত চালান দেখাতে ব্যর্থ  কয়েকজনকে জরিমানা করেছেন। এছাড়াও ওজনে কম দেওয়াসহ অতিরিক্ত দামে বিক্রির অপরাধে জরিমানা করেছেন। এরপরও শনিবার পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন