X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বুলবুলে খেয়ে গেছে ৩০ কোটি টাকার ফসল

এস এম সামছুর রহমান, বাগেরহাট
১৭ নভেম্বর ২০১৯, ১৭:২২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৮:২৬

বুলবুলে খেয়ে গেছে ৩০ কোটি টাকার ফসল

উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর আঘাতে বাগেরহাটে রোপা আমন ধান ও রবি মৌসুমের কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ৯ উপজেলায় দেড় লাখ কৃষকের ২৯ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৭৩ হাজার ৭৯০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১ হাজার ৮০৩ হেক্টর জমি। এতে কৃষকদের ১৫ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকার ক্ষতি হয়। শীতকালীন সবজি চাষ হয়েছে ৩৭ হাজার হেক্টর জমিতে। এরমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৩৯৫ হেক্টর জমির সবজি। এতে  ৩ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়।

এছাড়াও জেলায় ৬৬৫ হেক্টর জমির খেসারির মধ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে ৫৭০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকের ক্ষতি হয়েছে ২০ লাখ টাকা। ২০ হেক্টর জমির সরিষার সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষকের ক্ষতি হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৪ হাজার টাকা। মরিচের আবাদ হয়েছে ৭৬ হেক্টর জমিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬ হেক্টর জমি। এতে ক্ষতি হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকার। ১ হাজার ১০৭ হেক্টর জমির পানের বরজের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪০ হেক্টর জমির পান। ফলে ক্ষতি হয়েছে ৬ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকার। ২ হাজার ৪০৪ হেক্টর জমির কলার আবাদের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০ হেক্টর জমির কলাগাছ। এতে কৃষকের ২২ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়।

বুলবুলে খেয়ে গেছে ৩০ কোটি টাকার ফসল বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর গ্রামের কৃষক হাওলাদার আব্দুর রহিম (রহিম মেম্বর) বলেন, ‘আমি ঘেরের পাড়ে অনেক জমিতে শীতের সবজির চাষ করেছিলাম। ঘূর্ণিঝড়ে ক্ষেতের সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দিশেহারা হয়ে পড়েছি।’

চিতলমারী উপজেলার চরশৈলদাহ গ্রামের কৃষক মহিত উদ্দীন জানান, তিনি অনেক জমিতে আগাম টমেটোর চাষ করেছিলেন। কিন্তু এখন আর কোনও ফসল ক্ষেতে নেই। 

ফকিরহাট উপজেলার নলধা গ্রামের কৃষক শেখ আসাদ জানান, ঘূর্ণিঝড়ে তার পানের বরজে ব্যাপক ক্ষতি হয়েছে, যা কাটিয়ে ওঠা সহজ হবে না।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কৃষকদের নতুনভাবে ফসল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।’

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘বাগেরহাটে ঘূর্ণিঝড়ে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে তালিকা প্রস্তুত করে সরকারি নির্দেশনা মোতাবেক সহায়তা করা হবে।’

 

 

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক