X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যু

রংপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ১৪:৪৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৫:১১

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন করার পর পেটের ভেতর গজ-ব্যান্ডেজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। ওই নারী তীব্র যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশন করে বের করা হয় ওই সব গজ-ব্যান্ডেজ। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান প্রসূতি মা নাসিমা বেগম।

রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসের ৫ নভেম্বর রংপুর নগরীর মীরগঞ্জ তামফাট এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম নগরীর ধাপ এলাকায় অবস্থিত রোজ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তার সিজারিয়ান অপারেশন করা হয়। তিনি একটি ছেলে সন্তান প্রসব করেন। অপারেশনের পর নাসিমার পেটের ভেতরে গজ ও ব্যান্ডেজ রেখেই সেলাই করে দেওয়া হয়। হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর তার পেট ফুলে যায় এবং তিনি তীব্র যন্ত্রণায় ছটফট শুরু করেন। পরে ১২ নভেম্বর রোজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে ভর্তি না করে ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেয়। বাসায় চলে আসার পর নাসিমা আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ১৫ নভেম্বর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর পেটের ভেতরে গজ-ব্যান্ডেজ ধরা পড়ে। রবিবার দুপুরে তার পেটে অপারেশন করে গজ-ব্যান্ডেজ বের করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায়ই রবিবার (১৭ নভেম্বর) রাতে মারা যান নাসিমা বেগম। নিহতের স্বজনদের আহাজারি

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বপন জানান, ‘অপারেশন করে ওই নারীর পেটের ভেতরে গজ-ব্যান্ডেজসহ আরও কিছু জিনিস পাওয়া যায়। রোগীর অবস্থা এমনিতেই গুরুতর ছিল। তার পেট ফুলে গিয়েছিল। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় রোগীকে আর বাঁচানো সম্ভব হয়নি।’

নাসিমা বেগমের স্বজনরা জানান, মৃত্যুর খবর পাওয়ার পর রোজ প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে তাদের ম্যানেজ করার চেষ্টা করে। তবে ব্যর্থ হয়ে কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। নাসিমার স্বামী রাশেদুল ইসলাম অভিযোগ করেন, রোজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্বহীনতার কারণেই তার স্ত্রী মারা গেছেন। তিনি দায়ী ডাক্তার ও নার্সসহ রোজ হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এই হাসপাতালেই ওই প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়

এদিকে রোজ প্রাইভেট হাসপাতালের ম্যানেজার মিলন সিজারিয়ান অপারেশন করার কথা স্বীকার করে বলেন, ‘রোগীর পেটে পুঁজ হয়ে ইনফেকশন হয়েছিল।’ পেটে গজ-ব্যান্ডেজ রেখে দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ ব্যাপারে রংপুরের সিভিল সার্জন ডা. হিরন্ময় বর্মণ জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যব্স্থা নেওয়া হচ্ছে।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক