X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

শেরপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ১৯:৪২আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:১৬

সীমান্ত (ফাইল ছবি) শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে উকিল মিয়া ও খোকন মিয়া নামে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) রাতে সীমান্ত পিলার ১০৯২ সংলগ্ন জিরো পয়েন্টের মারাংপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত উকিল মিয়া সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে ও খোকন মিয়া মাটিফাটা এলাকার আজিজুল মেম্বারের ছেলে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, উকিল মিয়া ও খোকন মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উকিল মিয়া ও খোকন মিয়া সংঘবদ্ধ ভারতীয় গরু চোরাকারবারিদের সঙ্গে রাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি ছুড়লে এই দুই জন গুলিবিদ্ধ হন। পরে চোরাকারবারি দলের অন্য সদস্যরা তাদের রাবার বাগান পানবাড়ি এলাকায় এনে ফেলে রেখে পালিয়ে যায়। সেখানেই উকিল মিয়ার মৃত্যু হয়। অন্যদিকে খোকন মিয়ার লাশ সোমবার (১৮ নভেম্বর) বিকালে রাবার বাগানের পাশে একটি ঝোপ থেকে পুলিশ উদ্ধার করে।

এদিকে বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৮ নভেম্বর) বিকালে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহের ৩৯ বিজিবি অধিনায়ক শহিদুর রহমান ও ২৬ বিএসএফ অধিনায়ক বিশাল রানে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই ঘটনার প্রতিবাদ জানায়।

/এফএস/এমওএফ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!