X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ দুই ইউপি সদস্যের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, ১৭:১৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৭:২১

নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দুই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিপক্ষের জমি দখল এবং বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার (১৮ নভেম্বর) রাতে সোনারগাঁ থানায় এই ব্যাপারে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গকান্দি গ্রামের আব্দুল মতিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বারদী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবুর বিরোধ চলে আসছে। এই বিরোধে জের ধরে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে রয়েছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সোনারগাঁ ভূমি কার্যালয়ে একটি মামলা চলছে। 

জানা যায়, সোমবার সকালে হাবিবুর রহমানের সঙ্গে আব্দুল মতিনদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ১০-১৫ জনের একটি দল আব্দুল মতিনের বাড়িতে হামলা চালায়। মতিনের আত্মীয় ব্যবসায়ী মোখলেস মিয়া তাদের বাধা দেয়। এক পর্যায়ে মোখলছ মিয়াকে পিটিয়ে আহত করা হয়। পরে আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর আহত ব্যবসায়ীর ভাই আবু হারেছ ও জমির মালিক আব্দুল মতিন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

আহত মোখলেস মিয়া জানান, বারদী ইউনিয়ন পরিষদের দুই সদস্য হাবিবুর রহমান হাবু ও ওমর ফারুকের নেতৃত্বে তাদের সহযোগিরা জমি দখলের চেষ্টা করে। বাধা দেওয়ায় পিটিয়ে আমাকে হত্যার চেষ্টা করে।

বারদী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবু জানান, জমি দখলের ঘটনাটি সত্য নয়। আমাদের ওপর হামলার করলে প্রতিহত করেছি।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা