X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুগন্ধি ধানে ব্লাস্ট রোগ, দিশেহারা কৃষক

বিপুল সরকার সানি, দিনাজপুর
২০ নভেম্বর ২০১৯, ১৮:০৩আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৮:৩৫




সুগন্ধি জাতের ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ সুগন্ধি ধানের জেলা হিসেবে খ্যাতি রয়েছে উত্তরের জেলা দিনাজপুরের। এই জেলার সুগন্ধি জাতের ধান সারাদেশেই সমাদৃত। কিছুদিন পরেই কৃষকের ঘরে নতুন এ ধান ওঠার কথা। তবে এ সময় ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। এছাড়া ফসলের জমিতে বেড়েছে কারেন্ট পোকা, বাদামি গাছফড়িং ও কালো মাজরা পোকার আক্রমণ। এতে দিশেহারা চাষিরা। লাভের আশায় বেশি জমিতে বিশেষ জাতের এ ধান আবাদ করলেও এখন লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা।

কৃষি বিভাগ বলছে, সুগন্ধি জাতের ব্রি-৩৪ ধানে ব্লাস্ট রোগের আক্রমণ শুরু হয়েছে। এ অবস্থায় আগামীতে এ জাতের সুগন্ধি ধান চাষ না করার জন্য কৃষককে নিরুৎসাহিত করা হবে। এর পাশাপাশি মাঠ থেকে এ জাতের ধান তুলে নেওয়া হবে।

জেলার সদর, বিরল, কাহারোল, চিরিরবন্দর, ফুলবাড়ী এলাকায় বেশি করে আবাদ হয় সুগন্ধি জাতের ধান। গত কয়েক বছরে মোটা জাতের ধান আবাদ করে লোকসান গোনায় ধীরে ধীরে এই জেলায় সুগন্ধি জাতের ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত বছরের তুলনায় এবার বেশিরভাগ কৃষকই সুগন্ধি জাতের ধানের আবাদ করেছেন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের মতে, গত বছরে ৭৯ হাজার ৭৮৯ হেক্টর জমিতে সুগন্ধি জাতের ধান আবাদ হয়েছিল। সেখানে এবার সুগন্ধি জাতের ধান আবাদ হচ্ছে এক লাখ ৬৫৪ হেক্টর জমিতে। অন্যদিকে জেলায় মোট ২ লাখ ৫৯ হাজার ৩৩ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।

তবে কয়েকদিন ধরেই কৃষকরা জমিতে ব্লাস্ট রোগের আক্রমণ দেখতে পাচ্ছেন। প্রয়োজনীয় ওষুধ স্প্রে করেও কৃষকরা তেমন ফল পাচ্ছেন না। কৃষকরা বলছেন, যে সময় ধানের জমিতে সবুজের সমারোহ দেখা যাওয়ার কথা, সে সময় ধান শুকিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। ধানের ভেতরে যে দানা হওয়ার কথা, তা না হয়ে চিটা হচ্ছে। এতে কৃষক লোকসানে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

জেলার সদর উপজেলার রাজারামপুর এলাকার কৃষক নূর ইসলাম জানান, কয়েক বছর ধরেই ধানের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। তবে সুগন্ধি জাতের ধানের দাম ভালো পাওয়া যাচ্ছে। সেই আশায় সুগন্ধি জাতের ধান বেশি করে আবাদ করেছিলাম। তবে ব্লাস্ট রোগের কারণে এবারও লোকসান হবে।

সদর উপজেলার দক্ষিণনগর এলাকার কৃষক বেনু রাম সরকার জানান, ব্রি-৩৪ ধান আবাদ করে এবারে চিটা দেখা যাচ্ছে। সবাই বলছের এটি ব্লাস্ট রোগ। ফলন ভালো হলেও রোগের কারণে ধানের ক্ষতি হলে তো ধান আর ঘরে উঠবে না।

ব্লাস্ট রোগের কারণে নষ্ট হয়ে যাচ্ছে ধানের শীষ চিরিরবন্দর উপজেলার মাঝিনা গ্রামের কৃষক নিরাঞ্জন চন্দ্র দাস জানান, আর কয়েকদিন পরেই ধান পাকতে শুরু করবে। অথচ এর আগেই ধানের মধ্যে চিটা। দিন দিন তার পরিমাণ বাড়ছে। বালাইনাশক স্প্রে করেও তেমন ফল পাওয়া যায়নি।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবার রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের আবাদ ভালো হয়েছে। আগাম সতর্কতা হিসেবে বিপিএইচ এবং ব্লাস্ট রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেপ্টেম্বর মাস থেকে কৃষকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এখনও মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল জানান, ব্লাস্ট রোগ হয়েছে মূলত ব্রি-৩৪ জাতের ধানে। আগাম সতর্কতা হিসেবে পরামর্শ প্রদান করা হয়েছিল। কৃষকদের বলা হয়েছিল ধানের শীষ বের হওয়ার আগেই প্রভেক্স ও সিনাইল গ্রুপের ওষুধ স্প্রে করার জন্য। যারা পরামর্শ গ্রহণ করেছেন তাদের এই সমস্যা হয়নি।

ব্রি-৩৪ জাতের ধানে ব্লাস্ট রোগের আক্রমণ হয় বীজ থেকে। তাই আগামীতে মাঠ থেকে এই জাতের ধান তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী