X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

নেশা করতে গিয়ে দুই যুবকের মৃত্যু, অসুস্থ আট

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, ১১:৫৯আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১২:০৯

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কাজিপুরের বিয়ারা গ্রামে নেশা জাতীয় পানীয় খেয়ে বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে আরও আট জন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

মারা গেছেন- বিয়ারা গ্রামের কোরবান আলীর ছেলে রাসেল রানা (২২) এবং একই এলাকার তোজাম্মেল হকের ছেলে গোলাম রব্বানী (২৪)। এদের মধ্যে রাসেল রানা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং গোলাম রব্বানী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

অসুস্থরা হলেন- কোরবান আলীর ছেলে রাশেদ আহম্মেদ (১৬), রমজান আলীর ছেলে আবু বক্কার (২৫), কামরুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৬), বকুল মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (২২), আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫), সালাম মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫), ওয়াহাব আলীর ছেলে রোমান আহম্মেদ (২২) ও নুরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।

স্থানীয় কাউন্সিলর শহিদুল ইসলাম ও পাচুর উদ্দিনের বরাদ দিয়ে কাজিপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে কাজিপুরের বিয়ারা নদীর ঘাটে একটি অনুষ্ঠানে ১০/১২ জন যুবক নেশা জাতীয় পানীয় খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন। এ সময় দুই জনের একজন কাজিপুর উপজেলা হাসপাতালে এবং অন্যজনকে বগুড়ায় নেওয়ার পথে মারা যান। গুরুতর অসুস্থ হয়ে কাজিপুর ও বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো আট জন।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে শুক্রবার সকালে বিয়ারা গ্রামে এসে দু’জন মারা যাওয়ার খবর নিশ্চিত করা গেছে। আট জন অসুস্থ হয়েছেন বলেও জানা গেছে। কীভাবে ঘটনা ঘটলো তার বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’