X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কুবির সমাবর্তন ফি কমাতে আইনি নোটিশ

কুবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, ১৬:৪০আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৬:৫০




কুমিল্লা-বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সমাবর্তন আয়োজনে অংশ না নিলেও সমপরিমাণ ফি দিয়ে সনদ নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন এবং নির্ধারিত ফি কমানোর দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো. তারেক রহমানের অভিযোগের প্রেক্ষিতে এ আইনি নোটিশটি পাঠানো হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাদীর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুঁইয়া এ আইনি নোটিশ পাঠান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এ নোটিশ পাঠানো হয়।

নোটিশ পাঠানোর ৭২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। অন্যথায় সমাবর্তন বন্ধে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ২০ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই আয়োজনে অংশ নিতে প্রত্যেক স্নাতক ডিগ্রিধারীকে তিন হাজার ৫৪০ টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের চার হাজার ৫০ টাকা করে ফি দিতে হবে। কেউ যদি সমাবর্তনে অংশ না নেন পরবর্তী সময়ে সমপরিমাণ ফি দিয়ে সার্টিফিকেট নিতে হবে। যা বে-আইনি।

আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া বলেন, ‘সমাবর্তনের ফি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি। অনেক বেকার শিক্ষার্থী আছেন তাদের জন্য এটি অনেক বেশি, পাশাপাশি সমাবর্তনে অংশ না নিয়েও সনদ নিতে সমপরিমাণ ফি প্রদানের নির্দেশনাও আছে, যা অযৌক্তিক। তাই বাদীর পক্ষে সংশ্লিষ্টদের বরাবর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি সংক্রান্ত আইনি নোটিশ পাঠানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘আমরা নোটিশটি সম্পর্কে জানতে পেরেছি। সমাবর্তন নিয়ে ইতিবাচক চিন্তা আছে। আমরা আমাদের মতো আইনি প্রক্রিয়াতেই এই বিষয়ে আগাবো।’

সমাবর্তনের ফি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ফি’র সঙ্গে সমন্বয় করেই তা নির্ধারণ করেছি।’

উল্লেখ্য, আগামী ২০২০ সালের ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ