X
সোমবার, ২৬ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পা দিয়ে লিখে পিইসি পরীক্ষা দিচ্ছে মুক্তামনি

বরিশাল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৯, ১০:০২আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১০:১৭

পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে মুক্তামনি বরিশালের হিজলা উপজেলার পূর্ব পত্তণীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মুক্তামনি (১২)। দুই হাত না থাকার পরও পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দিচ্ছে মুক্তামনি। ভালো ফলাফলেরও আশা রয়েছে তার।

মুক্তামনির বাবা সেন্টু মিয়া সাভারে একটি গার্মেন্টসে চাকরি করেন।  মা ঝুমুর বেগম বলেন, ‘দুই বছর আগে মুক্তা সাভারে গিয়েছিল। সেখানে খেলতে খেলতে পাখি ধরতে গিয়ে বিদ্যুতের তার ধরে মুক্তা। এরপর ধীরে ধীরে তার দুই হাত বিকল হয়ে যেতে শুরু করে। প্রথমে দুই হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়। এক পর্যায়ে হাতের বাকি অংশ কেটে ফেলতে হয়।’

তিনি আরও জানান, দুর্ঘটনার পর গ্রামে দাদি জাহানারা বেগমের কাছে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে পুনরায় পড়াশোনা করতে চায় মুক্তা। তার ইচ্ছেতেই ২০১৮ সালে পত্তণীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে মুক্তামনিকে ভর্তি করা হয়। এরপর সে পা দিয়ে লেখার অভ্যাস করে। এখন সে পা দিয়েই হাতের মতোই স্বাভাবিক গতিতেই লিখতে পারে।

ঝুমুর বেগম বলেন, তার স্বামী তেমন কাজকর্ম করতে পারেন না। নিজের সামান্য উপার্জনে দুই মেয়েকে পড়াশোনা করাতে তিনি হিমশিম খাচ্ছেন। তারপরও মেয়েদের আগ্রহের কারণে এখনও তাদের পড়াশোনা চালিয়ে নিচ্ছেন। তিনি মেয়েদের উচ্চশিক্ষিত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

মুক্তার স্কুলের প্রধান শিক্ষক নাছিমা খানম বলেন, ‘মুক্তামনির পড়াশোনা করার ইচ্ছা কতটা প্রবল তা না দেখলে বিশ্বাস হবে না। আমাদের স্কুল থেকে এবারে ১৪ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষা দিচ্ছে। এদের একজন মুক্তা। ওর (মুক্তা) পায়ের লেখাও অন্যদের হাতের লেখার চেয়ে অনেক সুন্দর।’

তিনি আরও বলেন, ‘মুক্তামনি এতটাই ভালো ছাত্রী সে কখনও বিনা কারণে স্কুলে অনুপস্থিত থাকে না। নিজের যেকোনও সমস্যা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে নেয়।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি