X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মোংলা বন্দরে ৪ মাসে বেড়েছে রাজস্ব আয়

খুলনা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ১০:৪৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১১:৪৫

মোংলা বন্দর

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে বিদায়ী অর্থবছরের প্রথম ৪ মাসের তুলনায় ১৬ দশমিক ৬১ শতাংশ রাজস্ব আয় বেড়েছে মোংলা বন্দরে। রাজস্ব আয় বাড়ে ১৪ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এ মোজাম্মেল হক বলেন, আলোচ্য চার মাসে এ বন্দরে জাহাজ (বিদেশি) আগমন বেড়েছে ২৭টি, যা ৯ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি। আর জাহাজ (বিদেশি) নির্গমন বেড়েছে ২০টি, যা ৭ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি। কার্গো/পণ্য ওঠানামা বেড়েছে ৩ লাখ ২৪ হাজার মেট্রিক টন, যা ১০ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি। কন্টেইনার বেড়েছে ২৬৯২টি, যা ১৩ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি। রাজস্ব আয় হয়েছে ১৪ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা, যা ১৬ দশমিক ৬১ ভাগ বৃদ্ধি। আর ব্যয় হয় ১০ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার টাকা, যা ১৮ দশমিক ০৩ ভাগ বৃদ্ধি।

মোংলা বন্দরের ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, অক্টোবর ’১৯ এ জাহাজ আগমন হয় ৯৩টি, নির্গমন হয় ৯০টি, পণ্য ওঠানামা করে ১১ লাখ ৮৮ হাজার মেট্রিক টন, কন্টেইনার ব্যবহার হয় ৭০২০টি, রাজস্ব আয় হয় ৩২ কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকা, রাজস্ব ব্যয় হয় ১৬ কোটি ৪৩ লাখ ৩২ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ১৫ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকা। অক্টোবর ’১৮-তে জাহাজ আগমন ছিল ৮০টি, নির্গমন ছিল ৭৬টি, পণ্য ওঠানামা ছিল ১০ লাখ ৬ হাজার মেট্রিক টন, কন্টেইনার ছিল ৬১৫৬টি, রাজস্ব আয় ছিল ২৬ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকা, রাজস্ব ব্যয় ছিল ১৪ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ছিল ১৪ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা। তিনি জানান, অক্টোবর ’১৮-এর চেয়ে অক্টোবর ’১৯-এ জাহাজ আগমন বাড়ে ১৩টি, যা ১৬ দশমিক ১৫ ভাগ বেশি, নির্গমন বাড়ে ১৪টি, যা ১৮ দশমিক ৪২ ভাগ বেশি, পণ্য ওঠানামা বেশি হয় ১০ লাখ ৮২ হাজার মেট্রিক টন, যা ১৮ দশমিক ০৯ ভাগ বেশি, কন্টেইনার বাড়ে ৮৬৪টি, যা ১৪ দশমিক ০৪ ভাগ বেশি, রাজস্ব আয় বাড়ে ৫ কোটি ১৬ লাখ ২ হাজার টাকা, যা ১৯ দশমিক ১৩ ভাগ বেশি, রাজস্ব ব্যয় বাড়ে ১ কোটি ৮৯ লাখ ৪৪ হাজার টাকা, যা ১৩ দশমিক ০৩ ভাগ বেশি। রাজস্ব উদ্বৃত্ত বাড়ে ৩  কোটি ২৬ লাখ ৫৮ হাজার টাকা, যা ২৬ দশমিক ২৬ ভাগ বেশি। তিনি জানান, জুলাই ’১৯-এ জাহাজ আগমন ছিল ৩০০টি, নির্গমন ছিল ২৯০টি,  পণ্য ওঠানামা ছিল ৩৩ লাখ ৫৪ হাজার মেট্রিক টন, কন্টেইনার ছিল ২২ হাজার ৯৬৫টি, রাজস্ব আয় ছিল ১০৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার টাকা। রাজস্ব ব্যয় ছিল ৬৯ কোটি ২৩ লাখ ৬৬ হাজার টাকা। উদ্বৃত্ত ছিল ৩৫ কোটি  ৩৭ লাখ ২৮ হাজার টাকা। জুলাই ’১৮-তে জাহাজ আগমন ছিল ২৭৩টি, নির্গমন ছিল ২৭০টি, পণ্য ওঠানামা ছিল ৩০ লাখ ৩০ হাজার মেট্রিক টন, কন্টেইনার ছিল ২০ হাজার ২৭৩টি, রাজস্ব আয় ছিল ৮৯ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা। রাজস্ব ব্যয় ছিল ৫৮ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা। উদ্বৃত্ত ছিল ৩১ কোটি ৪ লাখ ৭২ হাজার টাকা।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই