X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফেনীতে আযহারীর মাহফিলে প্রশাসনের বাধা

ফেনী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৬:১৩

মিজানুর রহমান আযহারী ফেনীতে মিজানুর রহমান আযহারীর মাহফিল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (৪ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তাফসিরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় মাহফিলটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।’

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা মহি উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আযহারী যুদ্ধাপরাধী সাঈদীর সমর্থক এবং জামায়াতের রুকন সদস্য। তিনিসহ আরও অনেক আলেম ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।’

পাঁচগাছিয়ার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বলেন, ‘মাহফিলকে ঘিরে নোয়াখালীর আত্মগোপনে থাকা জামায়াত শিবিরের ক্যাডাররা সমবেত হওয়ার চেষ্টা করছিল বলে খবর পেয়েছিলাম।’

ইসলামী ছাত্র সেনার জেলা সভাপতি কমর উদ্দিন তারেক বলেন, ‘মাহফিলের আয়োজকরা অত্যন্ত চতুর। তারা কৌশলে প্রচার করেছিল ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন। যদিও তিনি ওমরাহ হজ পালনে বর্তমানে সৌদি আরব আছেন।’

ফেনীতে আযহারীর মাহফিলে প্রশাসনের বাধা জেলা পরিষদ সদস্য ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহবুবুল হক লিটন বলেন, ‘প্রশাসনের ঘোষণার কিছুক্ষণ পরই মাহফিলের জন্য তৈরি করা মঞ্চ ও সামিয়ানা খুলে ফেলতে শুরু করেছে আয়োজকরা।’

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামরুজ্জামান মাসুম জানান, শেষ মুহূর্তে মাহফিলটি স্থগিত করে দেওয়ায় তিনিসহ আয়োজকরা সবাই হতাশ হয়েছেন।

প্রসঙ্গত, মাহফিলটি বন্ধের দাবিতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে বিশ্ব সুন্নী আন্দোলন নামে একটি সংগঠন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!