X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ১৩ বছর পর আ. লীগের সম্মেলন

নীলফামারী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১

নীলফামারীতে ১৩ বছর পর আ. লীগের সম্মেলন দীর্ঘ ১৩ বছর পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নীলফামারী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নৌকার আদলে বানানো হয়েছে বিশাল মঞ্চ। জেলাজুড়ে চলছে ব্যাপক প্রচারণা।

শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘কাউন্সিলররা সিদ্ধান্ত দেবেন নেতৃত্বের পরিবর্তন হওয়া না হওয়ার। আর এ কারণেই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যোগ্য নেতৃত্বের কারণে নেতা-কর্মীদের আস্থা রয়েছে আমাদের প্রতি। এছাড়া স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সু-শৃঙ্খল নেতৃত্বের কারণে দলীয় কোনও বিভেদ নেই এখানে। এরপরও কাউন্সিলরদের সিদ্ধান্তে কমিটি হবে। আমরা একটি সফল সম্মেলন উপহার দিতে চাচ্ছি।’

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, পৌর সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উদ্বোধক হিসেবে প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ অনেকে।

প্রসঙ্গত, ২০০৬ সালের ১৫ জুলাই জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে কমিটি কেন্দ্রীয় অনুমোদন পায় ২০১২ সালের ১ জানুয়ারি। এসময় দেওয়ান কামাল আহমেদ সভাপতি এবং মমতাজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি