X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

মনীষীদের বাণী নিয়ে ঘুরছে সাড়ে তিনশ’ রিকশা

সালেহ টিটু, বরিশাল
০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৬

 

মনীষীদের বাণী নিয়ে ঘুরছে সাড়ে তিনশ’ রিকশা বরিশাল নগরের অলিগলিতে বিভিন্ন ধরনের যানবাহনের পাশাপাশি চলাচল করছে তিন চাকার রিকশা। কোনোটা চলছে প্যাডেলে, আবার কোনোটা ব্যাটারির সাহায্যে। চলাচল করা এসব রিকশাতে শোভা পাচ্ছে বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক আর মনীষীদের বাণী। অনেক বাণীর সঙ্গে লেখকদের ছবিও রয়েছে যা আকৃষ্ট করছে নগরবাসীকে। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এই কাজের উদ্যোক্তা হচ্ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। আর তাকে সহায়তা করছেন নগরীর রিকশা মালিক ও চালকরা। গত ১৫ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়।

নগরীতে চলাচলকারী ৭শ’ রিকশার মধ্যে সাড়ে ৩শ’ ব্যাটারিচালিত রিকশার পেছনে ২৫ জন মনীষীর বাণী সাঁটানো হয়েছে। বাণীর মধ্যে রয়েছে-

“বর দুর্লভ হইয়াছে বলিয়া কন্যা দায়ে কাঁদিয়া মরি কেন? কন্যাগুলিকে সুশিক্ষিতা করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্নবস্ত্র উপার্জন করুক-বেগম রোকেয়া।”

“আইন মাকড়সার জালের মতো। ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে-সক্রেটিস।”

শ্রমিক শ্রেণির ঐক্য আবশ্যক। ঐক্য কার্যকরী হয় একক সংগঠন মারফত, যার সিদ্ধান্ত সমস্ত সচেতন শ্রমিক পালন করে, ভয়ের তাড়নায় নয়, বিবেকের তাড়নায়-লেলিন।”

“বিজয়ের পথে আজীবন। হয় স্বদেশ নয় মৃত্যু। তুমি যদি প্রতিটি অবিচারের বিরুদ্ধে জ্বলে ওঠো, তাহলেই তুমি আমার একজন সহযোদ্ধা-চে-গুয়েভারা।”

“মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু-মুসলমান, মুসলিম তার নয়নমনি, হিন্দু তাহার প্রাণ-কাজী নজরুল ইসলাম”।

“বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর-জীবনানন্দ দাশ।”

মনীষীদের বাণী নিয়ে ঘুরছে সাড়ে তিনশ’ রিকশা উদ্যোক্তা ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। আন্দোলনের মাধ্যমে শর্ত সাপেক্ষে চলাচলের অনুমতি এনেছি। প্রথমত ব্যাটারিচালিত রিকশাচালকদের একটা পরিচিতি দরকার। পরিচিতির জন্য রিকশার পেছনে কী দেওয়া যায় সেই থেকেই মূলত এ ধরনের চিন্তা মাথায় আসে। রিকশা হচ্ছে প্রচলিত বাহন। এটি জনগণের সবসময় প্রয়োজন হয়। সবসময় আমরা দেখি রিকশার পেছনে বিভিন্ন অর্থহীন পোস্টার থাকে। কোনোটিতে বিভিন্ন ছবি আঁকা থাকে যার কোনও অর্থ নেই। এ জন্য আমরা চিন্তা করলাম যে এমন কিছু ফেস্টুন রিকশায় লাগানো যায় মধ্যে শিক্ষণীয় বিষয় থাকবে।’

ডা. মনীষা চক্রবর্তী আরও বলেন, ‘এ জন্য আমরা এমন কয়েকজন মনীষীদের বাণী বাছাই করেছি যেগুলো শ্রমিকদের আন্দোলন, দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসার কথা বলে। বাণীগুলো শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পর্কিত। এখানে যেমন শ্রমিক শ্রেণির মধ্যে ঐক্যের জন্য সচেতনতার কথা আছে, তেমনি রিকশার যাত্রীদের জন্যও ম্যাসেজ আছে।’

রিকশাওয়ালা সবাই কি এ ধরনের বাণীর অর্থ বুঝবে এমন প্রশ্নের জবাবে মনীষা বলেন, ‘সবাই হয়তো বুঝবে না। কিন্তু কারও কারও কাছে বিষয়টি বোধগম্য হবে। আমরা বলছি না যে শতভাগ সফল হবো। তবে অনেকটা সফলতা আসবে এটা আশা করা যায়। তাছাড়া বিতরণের সময় আমরা প্রত্যেককেই মনীষীদের বাণী সম্পর্কে ধারণা দিয়েছি।’

মনীষীদের বাণী নিয়ে ঘুরছে সাড়ে তিনশ’ রিকশা বরিশাল রিকশা-ভ্যান চালক ইউনিয়নের সভাপতি মো. দুলাল বলেন, ‘আমাদের সব আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন ডা. মনিষা চক্রবর্তী। তিনি আমাদের জন্য জেল পর্যন্ত খেটেছেন। তার নেতৃত্বেই আমরা শর্ত সাপেক্ষে নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি পেয়েছি। এখন আমাদের রিকশাচালক পরিচিতি থেকে বের করে আনতে মনীষীদের বাণী প্রচারের কাজে লাগিয়েছেন। যা নগরীর ছোট-বড় সবাইকে আকৃষ্ট করেছে। আমরাও নিজেদের এখন মনীষীদের বাণী প্রচারক হিসেবে পরিচয় দেই।’

এ ব্যাপারে টিআইবি’র সহ-সভাপতি কবি হেনরী স্বপন বলেন, ‘এর চেয়ে ভালো কিছু হতে পারে না। যে কথাগুলো বইয়ের পাতায় ছিল তা আমাদের চোখের সামনে নিয়ে আসা হয়েছে। এমনকি চলাচলের পথে নগরবাসী চারটি লাইন পড়ে তার মর্মতা উপলব্ধি করতে পারছেন। এর জন্য উদ্যোক্তা এবং যারা মনীষীদের বাণী বহন করছেন তারা ধন্যবাদের চেয়েও বড় কিছু থাকলে তা পাওয়ার যোগ্য। আমি এ উদ্যোগকে শুভ উদ্যোগ বলতে চাই।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো