X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সব ধর্মের মানুষ মিলেমিশে না থাকলে মানবতা বিপন্ন হবে: গণপূর্ত মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ২০:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২০:১৯

পিরোজপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ ম রেজাউল করিম বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারছে। সব ধর্মের মানুষ মিলেমিশে না থাকলে মানবতা বিপন্ন হবে।’

শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পিরোজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনও কাজ না করার জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

পূর্তমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার আছে বিধায় সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই আজ সচিবসহ প্রশাসনের উচ্চ থেকে নিম্ন পর্যায়ের বিভিন্ন পদে আছেন। এ দেশ সবার। এখানে সবার সমান অধিকার। আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘এ দেশে কেউ সংখ্যালঘু নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু-মুসলিম সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সংখ্যালঘু তারাই যারা সে সময় পাকিস্তানের পক্ষে কাজ করেছে। আমরা সবাই বাঙালি, এটাই হোক আমাদের পরিচয়। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ ছেড়ে কাউকেই অন্য দেশে যেতে হবে না। যারা দুর্বৃত্তায়ণ করে তাদের কোনও জাত নেই। তারা দুর্বৃত্ত—এটাই তাদের জাত।’

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালেহ মোন্তাজির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে, পর্যবেক্ষণে মামুনুল হক: হেফাজত-ট্রাজেডি বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে, পর্যবেক্ষণে মামুনুল হক: হেফাজত-ট্রাজেডি বিশ্লেষণের সিদ্ধান্ত
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে