X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘গরু লুট করার জন্যই খামারিকে হত্যা’

রাজশাহী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ২০:০৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২০:২১

‘গরু লুট করার জন্যই খামারিকে হত্যা’

রাজশাহী নগরীর দাশপুকুরে এক খামারিকে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আট আসামিকে। এছাড়া লুট হয়ে যাওয়া চারটি গরু ও বাছুর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়ায় থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ-কমিশনার সাজিদ হোসেন।

তিনি জানান, চারদিন আগে তিনজনের পরিকল্পনায় হত্যা করা হয় খামারি আব্দুল মজিদকে। হত্যার আগে প্রথমে তাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়েছিল। এরপর গলায় মাফলার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে খুনিরা। চারটি গরু লুট করার জন্যই তারা এই হত্যাকাণ্ড ঘটায়।

সংবাদ সম্মেলনে সাজিদ হোসেন আরও জানান, গত ৪ ডিসেম্বর রাতে দাশপুকুর এলাকা থেকে মজিদকে খুন করে তার চারটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা অনুসন্ধানের সময় মূল পরিকল্পনাকারীসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় প্রথমে গ্রেফতার ব্যক্তিরা হলেন- নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার হামিদুর রহমান বাবু (৩৫), হড়গ্রাম নতুনপাড়ার রবিউল ইসলাম (৩৮), চন্দ্রিমা থানার উজিরপুর এলাকার আব্দুস সামাদ (৫০),  আবুল কাশেম (৪১) ও মকবুল আলীর স্ত্রী মোসা. আশুরা (৪৮)। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও গ্রেফতারের ব্যাপারে সাজিদ হোসেন বলেন, ‘সন্দেহভাজন হিসেবে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যা মিশনে সরাসরি অংশগ্রহণকারীদের গ্রেফতার করা হয়। এরা হলো- দাশপুকুর এলাকার আরিফুল ইসলাম (২৮), বহরমপুর আলীগঞ্জ এলাকার  মিলন আলী (৩০) ও বহরমপুর এলাকার  জিন্দার (৪৮)। এদের রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে।’

হত্যার ব্যাপারে উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন জানান, আব্দুল মজিদকে প্রথমে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়। এরপর আসামি মিলন ও জিন্দার মিলে হাত দিয়ে গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এতে তারা ব্যর্থ হয়। পরে আসামি আরিফুল ইসলাম মাফলার দিয়ে গলা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। এরপর তারা দুটি গাভী ও দুটি বাছুর একটি ভটভটিতে তুলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, নগরীর উজিরপুর এলাকা থেকে লুট হওয়া চারটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই এলাকা থেকে ভটভটিও জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর রাতের দাশপুকুর বাইপাস সড়কের পাশে খামারি আব্দুল মজিদ হত্যাকাণ্ডের শিকার হন। তার খামার থেকে লুট করে নিয়ে যাওয়া হয় চারটি গরু। এই ঘটনায় নিহতের বড় ছেলে আব্দুস সালাম বাদী হয়ে রাজপাড়ায় থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের