X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

বরিশালে ট্রিপল মার্ডার: ৩ দিনের রিমান্ডে পুত্রবধূ মিশু

বরিশাল প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯

আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে মিশুকে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের সাখারী গ্রামে ট্রিপল মার্ডার মামলায় মিশরাত জাহান মিশুকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ ডিসেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান শুনানি শেষে এ নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল বলেন, রবিবার (৮ ডিসেম্বর) রাতে আসামি জাকির হোসেন ও জুয়েল হাওলাদারের ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে মিশু সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে। এরপর তাকে ওই রাতে গ্রেফতার দেখিয়ে থানায় রাখা হয়।

সোমবার দুপুরে মিশুকে জুডিশিয়াল আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে আদালত প্রাঙ্গণে থাকা মিশুর স্বামী কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রব বলেন, ‘এ মামলায় যারা দোষী তাদের শাস্তি হোক। কিন্তু কেউ যেন বিনাদোষে হয়রানির শিকার না হয়। আমার মা-সহ স্বজনের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই। আর আল্লাহ যেন এরকম বিপদ কাউকে না দেয়।’

প্রসঙ্গত, ৬ ডিসেম্বর রব হাওলাদারের বাড়িতে তার মা মরিয়ম বেগম, বোনের ছেলে মো. ইউসুফ এবং বোনজামাই শফিকুল আলমকে হত্যা করা হয়। পরদিন সকালে লাশগুলো উদ্ধার করা হয়। নিহত তিনজনের মধ্যে ইউসুফ ও শফিকুল আলম দুই দিন আগে ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন। রব ১১ বছর ধরে কুয়েতের একটি মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী ও সন্তান বাড়িতে থাকতো।

এ ঘটনায় রবের ভাই সুলতান মাহামুদ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ওই মামলায় জাকির, জুয়েল ও মিশুকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ