X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হোমিও দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে তিন তরুণের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৩১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:০৩

কুষ্টিয়া কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে অ্যালকোহল পান করে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। একটি হোমিওপ্যাথির দোকান থেকে তারা এই অ্যালকোহল কিনেছিলেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার তাপস কুমার সরকার। ভিকটিম সবার বাড়ি কুষ্টিয়া শহরে।

মৃতরা হলেন- শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে সাজিদ (১৯), কুঠিপাড়া এলাকার সাগরের ছেলে ফাহিম (১৮) এবং থানাপাড়া এলাকার আরমান আলীর ছেলে পাভেল (২০)। এ ঘটনায় সুরুজ এবং শান্ত নামে দুই জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আতিকুল নামে একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাপস কুমার সরকার জানান, ‘বৃহস্পতিবার বিকালে ছয় তরুণকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজিদ। পরে ফাহিম নামে আরও একজনের মৃত্যু হয়। রাতে মারা যান পাভেল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আতিকুল (২২), সুরুজ (২২) ও শান্ত (২৩) । তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নুরুন নাহার বেগম বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ছয় তরুণকে হাসপাতালে নিয়ে আসলে এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।’ 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘রাফি হোমিও হল থেকে বন্ধুরা মিলে অ্যালকোহল কিনেছিল। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী