X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরের ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে মৃতদের লাশ হস্তান্তর

গাজীপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ২০:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৩৪

গাজীপুরের ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে মৃতদের লাশ হস্তান্তর গাজীপুরে ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া ১০ জনের পরিচয় পাওয়া গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে তাদের পরিচয় নিশ্চিত হতে লাশের ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসন ও কারখানার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, ‘গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় লাক্সারি ফ্যান কারখানার আর্মেচার সেকশনে রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ও আগুনে পুড়ে কারখানার ১০ শ্রমিক মারা যায়। এ ঘটনায় আহত হন আরও দুজন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. প্রণয় ভূষণ দাস জানান, আগুনে পুড়ে মারা যাওয়া ১০ শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য এই হাসপাতালের মর্গে রবিবার রাতে এনে রাখা হয়। সোমবার মর্গে এসে লাশগুলো শনাক্ত করেন তাদের স্বজনরা। পুড়ে যাওয়া লাশগুলো কিছুটা বিকৃত হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হতে লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। দুপুরে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে আনুষ্ঠানিকতা শেষে কফিনে করে ১০ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, ওই ঘটনায় সামান্য দগ্ধ দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাত, পা ও পিঠ সামান্য দগ্ধ হয়েছে। আহতরা হলেন গাজীপুর সদর উপজেলার কেশরিতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন (২০) ও একই উপজেলার জামুনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে হাসান (১৯)।

এদিকে কারখানার মালিক জাহিদ হাসান ঢালী জানান, এ ঘটনায় মৃতদের দাফন-কাফনের জন্য সবার পরিবারকে এবং আহতদের চিকিৎসার জন্য নগদ টাকা দেওয়া হয়েছে। কারখানার পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচ বহন করা হবে। এছাড়াও নিহত সবার বেতনের সমপরিমাণ অর্থসহ সরকারি নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা তাদের পরিবারকে দেওয়া হবে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের দাফন-কাফনের জন্য প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা এবং কারখানার পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও শ্রম মন্ত্রণালয় থেকে প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ারও ঘোষণা দিয়েছেন মন্ত্রণালয়ের সচিব।’

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলাম জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের কমিটি তদন্ত শুরু করেছেন। মঙ্গলবার কমিটির সদস্যরা পুনরায় ঘটনাস্থলে যাবেন এবং প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলবেন।

পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় লাক্সারি ফ্যান কারখানার আর্মেচার সেকশনে রবিবার সন্ধ্যায় ১৯ শ্রমিক কাজ করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় কক্ষের ভেতরে আটকা পড়ে ১০ জন শ্রমিক মারা যান।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?