X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রকাশ্যে গাছ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট

ঝালকাঠি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ১২:৪১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৫১

ইটভাটায় পোড়ানোর জন্য কেটে রাখা গাছ

ঝালকাঠি শহর ও এর আশপাশের এলাকার বিশেষ করে বিসিক শিল্পনগরীর গড়ে উঠা ইটভাটাগুলো পরিবেশের মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। পরিবেশ অধিদফতর এসব ভাটা বন্ধে জেল, জরিমানা ও কারাদণ্ড দিলেও স্থায়ীভাবে কোনও উদ্যোগ নিচ্ছে না। কিছু কয়লা রাখা হলেও অধিকাংশ ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে প্রকাশ্যে। এর ফলে একদিকে জনস্বাস্থ্যের অন্যদিকে ফসলের ক্ষতি হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, দেশের সব জেলা প্রশাসকের ভাটা বন্ধের ক্ষমতা আছে। জেলা প্রশাসন উদ্যোগ নিলেই পরিবেশ অধিদফত সহযোগীতা করবে। ২০১৩ সালের পর কোনও ইটভাটা মালিক পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নবায়ণ করেনি বলে জানা যায়। আইন মেনে ভাটা স্থাপন করলে সহজেই ছাড়পত্র পাওয়া যায় বলে পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায় ।

সরেজমিন ঝালকাঠি পুলিশ লাইন সংলগ্ন এআরএম ইট ভাটায় গিয়ে দেখা যায় হাজার হাজার মণ গাছ কেটে খাল পাড়ে স্তুপ দিয়ে রাখা হয়েছে। সেখান থেকে গাছগুলো ভ্যান ও রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। সেখানে গিয়ে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।  

ম্যানেজার সিদ্দিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন,‘জিগজাগের জন্য ড্রাম ভাংতে আমাদের যে ক্ষতি হবে তা কে দেবে? সরকার তো দেবে না। তা ছাড়া আমরা এখনও সরকারকে ভ্যাট, ট্যাক্স, ফায়ার সার্ভিসসহ ১৫ খাতে টাকা দিচ্ছি। আমাদের এগুলো অবৈধ হলে সরকার এ টাকা নিচ্ছে কেন। ঝালকাঠির ২/৪টি ছাড়া সব ভাটাই পরিবেশের ছাড়পত্র ছাড়া চলছে। ইট ভাটায় তো কিছুই লাগে না। তাহলে আপনারা কেন আমাদের নিয়ে এভাবে লেখালেখি করেন?’

সিদ্দিকুর রহমান আরও বলেন,‘আমরা লাইসেন্স নবায়নের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি।’ ঝালকাঠির প্রায় ৬০টি ইটভাটা এভাবে চলছে বলেও তিনি জানান।  

এ প্রসঙ্গে বরিশাল পরিবেশ অধিদফতরের পরিচালক আ. হালিম বলেন, ‘আমি আন্তরিকভাবে এসব অবৈধ ভাটা বন্ধে কাজ করে যাচ্ছি। কিছুদিন আগেও নলছিটির একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানাসহ মালিককে জেলে পাঠিয়েছি। জেল, জরিমানা ও কারাদণ্ড দিয়ে ইটভাটা মালিকদের অবৈধ কার্যক্রম থামানো যাচ্ছে না। কিছু মানুষের আইনের প্রতি শ্রদ্ধা নেই। কিছু ব্যবসায়ী অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য এসব করছে। জেলা প্রশাসকদের এসব ইটভাটা বন্ধের ক্ষমতা আছে। তারা আমাদের সহযোগীতা চাইলে জনস্বার্থে ও পরিবেশ বাঁচাতে আমার জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করবো। ২০০৩ সালের পর থেকে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ঝালকাঠির সব ইটভাটা মালিক  তাদের ব্যবসা চালাচ্ছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা