X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আমার ছেলের কোনও শত্রু ছিল না’

কুমিল্লা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ০৬:১৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৬:২২

‘আমার ছেলের কোনও শত্রু ছিল না’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা এলাকায় মো. নাছির উদ্দিন (২৬) নামে এক নৈশপ্রহরীর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে রক্তমাখা কম্বলসহ বিভিন্ন আলামত সংগ্রহ শেষে প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলছে। তবে, হত্যার কোনও ক্লু এখনও পাওয়া যায়নি।

নাছিরের বাবা মো. রবিউল্লাহ বলেন,‘আমার ছেলের কোনও শত্রু ছিল না। নাছির খুব শান্ত স্বভাবের মানুষ ছিল। মার্কেটের মালিক নাজমুল হাসান মোহনের ওই মার্কেটে একটি রড-সিমেন্টর দোকান রয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ করে চান্দিনা বাজারে যাওয়ার সময় আমার কাছে আনুমানিক তিন লাখের মতো টাকা দিয়ে যায়। আমি ওই টাকা আমার চা দোকানের ক্যাশে রাখি। ঘণ্টা খানেক পর নাজমুল হাসান মোহন আবার ওই টাকা আমার ক্যাশ থেকে নিয়ে যায়। টাকা নেওয়ার সময় আমার চা দোকানে কোনও মানুষ না থাকলেও দেওয়ার সময় ১০-১২জন মানুষ বসা ছিল। মার্কেটের মালিক নাজমুল টাকা নেওয়ার সময় আমার ছেলে তার পেছনে বসা ছিল। পরবর্তীতে আমি তাকে দোকানে বসিয়ে বাড়িতে চলে যাই। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে খবর আসে আমার ছেলে নাছিরকে পাওয়া যাচ্ছে না। দোকানে রক্ত পড়ে আছে।’     

নাছিরের ভগ্নিপতি মো. সোহাগ রানা জানান, মহাসড়কের পাশে নাওতলা এলাকায় বাচ্চু মিয়া চেয়ারম্যান মার্কেটে ছোট একটি চা দোকানে ব্যবসার পাশাপাশি রাতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন নিহতের বাবা রবিউল্লাহ। বাবার শারীরিক অথবা পারিবারিক সমস্যা হলে তার পরিবর্তে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন ছেলে মো. নাছির উদ্দিন। রবিবার রাতে নাছির দায়িত্বপালন করতে আসে। সোমবার ভোরবেলা নাছিরের বাবা দোকানের সামনে এসে রক্ত দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পাশের লোকজন ছুটে এসে চারদিক খুঁজতে গিয়ে মহাসড়কে কুমিল্লা থেকে ঢাকাগামী অংশে শরীরের বিভিন্ন অঙ্গ পড়ে থাকতে দেখে।

মার্কেটের মালিক ও রড-সিমেন্টের দোকানদার নাজমুল হাসান মোহন বলেন, ‘নাছিরের বাবা দীর্ঘদিন ধরে মার্কেটের নৈশপ্রহরীর দায়িত্বের সঙ্গে ছোট একটি চা দোকান নিয়ে বসেন। বাবার পরিবর্তে প্রায় সময় নাছির নৈশপ্রহরীর কাজের সঙ্গে চা দোকানে বসেন। কখনও শুনিনি তার বাবা ও ছেলের সঙ্গে কারও দ্বন্দ্ব বা বিরোধের কথা।’

তিন লাখ টাকা রবিউল্লাহর কাছে রেখে নিয়ে যাওয়ার কথা জানতে চাইলে নাজমুল হাসান মোহন বলেন, ‘দোকান বন্ধ করে ৭টার আগে আমি বাড়ি চলে যাই। কিছু কিছু সময় প্রয়োজনে চান্দিনা বাজারে যাওয়ার সময় রবিউল্লাহ ভাইয়ের কাছে হিসাবের খাতা এবং টাকা পয়সা জমা দিয়ে যাই। আবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাই। কিন্তু, কখনও তাদের মধ্যে দায়িত্ব অবহেলার ঘাটতি দেখিনি।’

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, উদ্ধারের পর রক্তমাখা কম্বল, শরীরের ছিন্ন-বিচ্ছিন্ন অংশসহ বিভিন্ন আলামতে ঘটনাটি হত্যা বলা যায়। এই ঘটনায় নাছিরের বাবা রবিউল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের তদন্ত কাজ চলমান রয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!