X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রাবি প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ০৯:২২আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৯:২৬

ফাইল ছবি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দলীয় নেতাকে মারধরের অভিযোগে শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ছয় জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাতে মারধরের শিকার অর্নব পিউস বিশ্বাস বাদী হয়ে মতিহার থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। তবে ঘটনার দুই দিন পার হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রুয়েট সূত্রে জানা যায়, মারধরের শিকার অর্নব পিউস বিশ্বাস রুয়েট ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ও ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি মামলায় ছাত্রলীগের সভাপতি মো. নাঈম রহমান (নিবিড়), সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী (তপু), ইইই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাকিব শাহরিয়ার ও লাশিউর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাহিদ হাসান, বহিরাগত চন্দনসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি বিকালে রুয়েটে সাধারণ ছাত্রদের নিয়ে র্যা গিংবিরোধী শোভাযাত্রার আয়োজন করা হয়। রাত সাড়ে নয়টায় ব্যক্তিগত দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারের উদ্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরীসহ পাঁচ-ছয়জন অর্নবের কক্ষে গিয়ে তাকে হল ছাড়ার হুমকি দেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তারা অর্নবকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের বাগানে ডেকে নিয়ে আবার হল ছাড়ার হুমকি দেন।
এতে আরও বলা হয়, গত রবিবার দুপুরে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জিয়াউর রহমান হলের ৩০৮ নম্বর নিজ কক্ষে অর্নবকে ডেকে নিয়ে যান। সেখানে পৌঁছামাত্র অন্যতম পরিকল্পনাকারী সভাপতি নাঈম রহমানের হুকুমে মাহফুজুর রহমান, চন্দন, লাশিউর ও জাহিদ জিআই পাইপ দিয়ে অর্নবকে মারধর করেন। এতে অচেতন হয়ে পড়লে অর্নবের দুই সহপাঠী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
তবে রুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তারা দুইজনই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন। সভাপতি নাঈম রহমান বলেন, ‘ওইদিন আমি সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসেই ছিলাম না। আমি এই বিষয়ে জানিও না।’
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘অর্নব আসলে নেশাগ্রস্ত। সে অন্যদের সঙ্গে বিশৃঙ্খল আচরণ করে। তাকে অনেকবার সংশোধনের জন্য বলা হয়েছে।’
এ বিষয়ে অর্নব পিউসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্য একটি মামলা নিয়ে ব্যস্ত থাকায় এই মামলার আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল