X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৯৯৯-এ ফোন, আত্মঘাতী যুবককে বাঁচালো পুলিশ

সাভার প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২০, ০৯:৩৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৭:০৮

সাভার সাভারের পলু মার্কেটের ছয়তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল সাইফুল নামের একজন যুবক। পেশায় সে পাঠাও চালক। কিন্তু এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে সেই তথ্য জানায়। এরপর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে উদ্ধার করে। পরে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আত্মহত্যার চেষ্টাকারী সাইফুলকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকার মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ঢাকায় পাঠাও চালকের কাজ করেন। তার স্ত্রী ও একটি ছোট শিশুসন্তান রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্বে জড়িয়েই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।’

জানা যায়, সাইফুলের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার আলদিপাড়া গ্রামে। তার বাবার নাম লালু মিয়া। তিনি ঢাকায় পাঠাও চালকের কাজ করেন। সাভারের আড়াপাড়া এলাকায় তার স্ত্রী মৌসুমির বাড়ি।

পুলিশ জানায়, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ওই যুবককে ছয়তলা ভবনের ছাদে দেখতে পায়। পুলিশ তখন নিচ থেকে যুবকের সঙ্গে কথা বলে তাকে বুঝিয়ে আত্মহত্যা থেকে বিরত রাখার চেষ্টা করেন। একই সময়ে পুলিশের কিছু সদস্য ওই ভবনের ছাদে যায়। দরজার পাশের ইট ভেঙে ওই যুবককে উদ্ধার করে পুলিশের সদস্যরা।

সাইফুলের মামা সাভারের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে। তবে সাইফুল মানসিক বিকারগ্রস্ত নয়।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল