X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘আমেরিকায় রফতানি হচ্ছে দেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন’

পঞ্চগড় প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৮আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬

পঞ্চগড়ে জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রকল্প দিয়েছেন, তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ইতোমধ্যে আমরা তা অর্জনে দ্রুত এগিয়ে যাচ্ছি। স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টেলিভিশন এখন দেশেই তৈরি করে রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ মার্চ বাংলাদেশে তৈরি ওয়ালটনের ২৬ হাজার স্মার্টফোন আমেরিকায় রফতানি করা হবে। ওয়ালটন ১৮ লাখ ফ্রিজ উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করছে।’

শনিবার (২৯ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে নির্মাণাধীন ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। পলক বলেন, ৬৮ বছর পিছিয়ে থাকা বিলুপ্ত ছিটমহলবাসীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ৮৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার মুজিববর্ষের উপহার।

তিনি বলেন, ‘আমাদের আইসিটি সেক্টরে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ছয় লাখ ফ্রিল্যান্সার কাজ করছে। সেইসঙ্গে প্রায় দুই লাখ মানুষ সফটওয়্যার টেকনোলজিতেও কাজ করছে। লক্ষাধিক ছেলেমেয়ে কল সার্ভিসে কাজ করছে। ৫০ হাজারেরও বেশি ছেলেমেয়ে ই-কমার্সে কাজ করছে।’ পঞ্চগড়ে জুনাইদ আহমেদ পলক

পলক বলেন, ‘মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ৪০ হাজার ৫০০ জনকে আইসিটি লার্নিংয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। গত তিন বছরে বাংলাদেশে ১১টি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলিং প্ল্যান্ট স্থাপিত হয়েছে। প্রতি বছর চার কোটি মোবাইল, ১০ লাখ ল্যাপটপ আমদানি করে, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে মুজিববর্ষে ৪০ হাজার শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। তারা যেন প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই আত্মকর্মসংস্থানের সুযোগ পায়।’

যুবকদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনটি বাধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের সামনে তিনটি বাধা ও শত্রু রয়েছে। এই তিনটি বাধা হচ্ছে মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি। এই তিনটি বাধা বা শত্রুকে অতিক্রম করে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ পঞ্চগড়ে জুনাইদ আহমেদ পলক

মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষিত তরুণ বেকারদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে আটটি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণের কাজ চলছে ও ১১টি সেন্টার নির্মাণ প্রক্রিয়াধীন। এতে করে লাখ লাখ উদ্যোক্তা সৃষ্টির মধ্য দিয়ে দেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি হবে।’

নির্মাণাধীন ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস