X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাথর উত্তোলন না করে বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজতে হবে: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ২০:৩৭আপডেট : ১০ মার্চ ২০২০, ২০:৩৭

পাথর উত্তোলনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন পাথর উত্তোলন ও ভাঙার কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘পাথর উত্তোলন ও ভাঙার কাজটি স্থায়ী না। আমাদের বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজতে হবে। পরিবেশের ওপর ড্রেজার মেশিনের সাহায্যে পাথর উত্তোলনের প্রভাব দীর্ঘস্থায়ী। ভবিষ্যৎ প্রজন্মের অনেক ক্ষতি করেছি আমরা।’ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে পাথর উত্তোলনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘পাথর-বালু সরকারের সম্পদ, খনিজসম্পদ মন্ত্রণালয়ের সম্পদ। এসব তুলতে চাইলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তেঁতুলিয়ার মানুষ আর কতদিন পাথর উত্তোলন করবে, পাথর ভাঙা ও বালু উত্তোলনের কাজ করবে। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যদিকে চিন্তা করতে হবে। ইতোমধ্যেই এই এলাকার প্রাকৃতিক পরিবেশের অনেক ক্ষতি করে ফেলেছি আমরা। আমরা অন্য কর্মসংস্থানের বিষয় নিয়ে ভাবছি।’

তিনি বলেন, ‘একসময় তেঁতুলিয়া গোচারণভূমি হিসেবে পতিত থাকতো। আগে কিছুই ছিল না। এখন চা চাষসহ নানা ফল ও ফসলে সবুজায়ন হয়েছে। চা কারখানাসহ বিভিন্ন শিল্প-কারখানা স্থাপন করা হচ্ছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন নিয়ে আসছি। ব্যবসা-বাণিজ্য বাড়বে। অন্যদিকে চিন্তা করতে হবে।’

এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, স্থানীয় চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!