X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

করোনা সন্দেহে ‘হোম কোয়ারেন্টাইনে’ কাতার প্রবাসী

নোয়াখালী প্রতিনিধি
১১ মার্চ ২০২০, ১৫:৪৫আপডেট : ১১ মার্চ ২০২০, ১৫:৫০

নোয়াখালী

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে কাতার ফেরত একজন তরুণকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কাতার থেকে ৮ মার্চ চট্টগ্রাম বিমান বন্দর হয়ে ৯ মার্চ হাতিয়ার নিজ বাড়িতে আসেন তিনি।  

জানা যায়, কাতারে থাকাকালীন ১৫ দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন ওই তরুণ। দেশে ফিরে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান তিনি। এরপর কর্তব্যরত চিকিৎসক তার উপসর্গগুলো দেখে করোনা সন্দেহে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিক্যাল অফিসার মো. নিজাম উদ্দিন নিজাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  জানান, তিনি জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, সর্দি ও কাশি নিয়ে উপজেলা সাব অ্যাসিসট্যান্ট মেডিক্যাল অফিসারের কাছে আসেন। তিনি করোনা সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে বলেন। আজ (বুধবার, ১১ মার্চ) তার ভগ্নিপতি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপসর্গ সন্দেহজনক হওয়ায় তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এছাড়া তার ভগ্নিপতি ও তার সংস্পর্শে আসা উপজেলা সাব অ্যাসিসট্যান্ট মেডিক্যাল অফিসারসহ বাড়ির সবাইকে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ওই তরুণের উপসর্গ নিয়ে সিভিল সার্জন অফিসের সঙ্গে যোগাযোগ করেছি। ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার যোগাযোগ করেছেন।  

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, আইইডিসিআর-এ কথা হয়েছে। ওই তরুণের মধ্যে করোনার আলামত নেই বলে জানানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। তারপরও আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা