X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মার্চ ২০২০, ০৩:২১আপডেট : ১৬ মার্চ ২০২০, ১১:৪৫

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মারধর ও গভীর রাতে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নানা সংগঠন।

লালমনিরহাট

লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সাংবাদিকরা।জেলার জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল ইসলামের সভাপতিত্বে সকালে স্থানীয় মিশন মোড় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। কর্মসূচিতে ডিবিসি টেলিভিশনের সাংবাদিক মাজেদ মাসুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলোর আবদুর রব, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, জনকন্ঠের জাহাঙ্গীর আলম শাহীন, সাংবাদিক ওয়ালিউ রহমান রাজু, এসএ টিভির  আশিকুর রহমান, যুগান্তরের মিজানুর রহমান দুলাল, ইত্তেফাকের সুলতান হোসেন, মাইটিভির মাহফুজ সাজু, আলোর মনির সম্পাদক মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, মানবকন্ঠের আসাদুজ্জামান সাজু, লাখোকন্ঠের সবুজ আলী আপন, বাংলানিউজের খোরশেদ আলম, বার্তা২৪ এর নিয়াজ আহমেদ প্রমুখ।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে প্রেস ক্লাব, প্রফেশনাল জার্নালিস্ট ফোরাম (পিজেএফ), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট ইউনিট এবং বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

দিনাজপুর

দিনাজপুরে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে সাংবাদিকরা। দিনাজপুর প্রেস ক্লাব ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি হয়।

দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বলেন, ‘এভাবে সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। সাংবাদিকরা তাদের পেশাগত দিক থেকে সকল অন্যায়-অবিচারের কথা বলেই যাবে। মামলা, হামলা, নির্যাতন কিংবা সাজা দিলেও সাংবাদিকরা তাদের দায়িত্ব থেকে সরবে না।’

দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বলেন, ‘সত্য ও ন্যায়ের কথা বলতে গিয়ে সাংবাদিক আরিফ নির্যাতনের শিকার হয়েছেন।’

মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলা ট্রিবিউনের দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি, যমুনা টিভির মাহফুজুল হক আনার, ইন্ডিপেন্ডেন্ট টিভির সালাহউদ্দিন আহমেদ, কালের কন্ঠের এমদাদুল হক মিলন, বাংলা নিউজের কুরবান আলী, দেশ রুপান্তরের এমএ. মোমেন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মনজিদ আলম শিমুল, মোস্তফা কামাল, আরমান হোসেন, আরিফুল ইসলাম, শাহরিয়ার সুমন প্রমুখ।

নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরে বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সৈয়দপুর সাংবাদিক ঐক্যের আহ্বানে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জিআরপি ক্যান্টিনের সামনে এই কর্মসূচি পালিত হয়। মিজানুর রহমান মহসিনের সঞ্চালনা ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুল এতে সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন, কবি সৈয়দা রুখসানা জামান শানু, সাপ্তাহিক দাগের শহর প্রতিনিধি নওশাদ আনছারী, নর্থ বেঙ্গল নিউজের সম্পাদক মেহেরুন নেসা, দৈনিক দাবানলের মোত্তালেব হক, মানব বার্তার জয়নাল আবেদীন হিরু, টাইম টাস নিউজ ডট কমের আলমগীর হোসেন প্রমুখ।

বাগেরহাট

বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে সাজার ঘটনার নিন্দা জানিয়েছে বাগেরহাট প্রেস ক্লাব। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন– বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ তালুকদার আব্দুল বাকি, অর্থ সম্পাদক ইয়ামিন আলীসহ সাংবাদিক নেতারা।

বিবৃতিতে তারা বলেন, ‘গভীর রাতে সাংবাদিককে দরজা ভেঙে মারধর করে তুলে নিয়ে যাওয়ার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিক নয়, এদেশের একজন নাগরিক হিসেবেও নিরাপত্তার অধিকার ছিল আরিফের। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ 

তারা জানান, এই ঘটনার প্রতিবাদে সোমবার (১৬ মার্চ) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করা হবে।

জামালপুর

আরিফুল ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ সভা করেছে জামালপুর জেলা প্রেস ক্লাব। জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে রাত ৮টায় এই প্রতিবাদ সভা হয়। জেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, সাধারণ সম্পাদক মুকুল রানা, দৈনিক যায় যায় দিনের ইউসুফ আলী, নিউজ টুডের এম সুলতান আলম, বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, যমুনা টিভি ও দেশ রূপান্তরের শোয়েব হোসেন, ঢাকা ট্রিবিউনের বিশ্বজিৎ দেব, মানবজমিনের আনোয়ারুল ইসলাম মিলন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, নিউজ টোয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, বাংলা টিভির কাওসার আহমেদ, বিজয় টিভির জুয়েল রানা, এনটিভির আসমাউল আসিফ প্রমুখ।

সিলেট

সাংবাদিক আরিফকে নির্যাতন, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা এবং ফটো সাংবাদিক কাজলের নিখোঁজের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। দুপুরে শহরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন এই কর্মসূচির আয়োজন করে। এতে সিলেটের সাংবাদিক সমাজ, সুশীল সমাজের নেতারা, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আহমদ সেলিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ওয়েছ খছরু। আরও বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাত্তার আজাদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মামুন হাসান, এটিএন বাংলার শাহ মুজিবুর রহমান জকন, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মঈন উদ্দিন মনজু, বাংলাদেশ পরিব্শে আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ছামির মাহমুদসহ অনেকে।

বান্দরবান

সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বান্দরবা‌নের সাংবা‌দিকরা। বান্দরবা‌নের গাজী ‌টি‌ভির প্রতি‌নি‌ধি ইসহাক ব‌লেন, ‘আরিফকে গভীর রাতে মোবাইল কোর্টে সাজার মাধ্যমে জেলা প্রশাসক ক্ষমতার অপব্যবহার ক‌রে‌ছে।’

প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যো‌তি চাকমা ব‌লেন, ‘সাংবা‌দিক‌কে মারধর ক‌রে বিনা অপরাধে এক বছ‌রের সাজা প্রদান কোনও ভা‌বেই  কাম্য নয়। এর সুষ্ঠু তদ‌ন্তের মাধ্যমে জেলা প্রশাসকসহ জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বান্দরবান প্রেস ক্লাবের সেক্রেটারি মিনারুল হক।

সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত বরিশাল

বরিশালে দুপুর ১২টায় নগরীর টাউন হলের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বরিশাল রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মানববন্ধনে বরিশাল প্রেস ক্লাব, বরিশাল ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন, নিউজ এডিটরস কাউন্সিলের নেতারা একাত্মতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক এসএস জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, ইন্ডিপেন্ডেন্টের মুরাদ আহমেদ, বরিশাল টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের নেতারা।

কুমিল্লা কুমিল্লা

কুমিল্লার কান্দিরপাড় টাউন হলের সামনে সকাল ১১টায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। মানববন্ধনে কুমিল্লা প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টাস ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেস ক্লাবের আহ্বায়ক মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক কুমিল্লা কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির রনি, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি এনামুল হক ফারুক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, ইত্তেফাকের লুৎফুর রহামান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল আহসান মানিক, প্রথম আলোর গাজীউল হক সোহাগ, বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লা, জনকন্ঠের মীর শাহ আলম, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, গাজী টিভির সেলিম রেজা মুন্সি, যমুনা নিউজের খালেদ সাইফুল্লাহ, দেশ রুপান্তরের জাকির হোসেন, সাংবাদিক অশোক বড়ুয়া, মো. মাহাবুব, এসএ টিভির আবু মুসা, চ্যানেল টোয়েন্টিফোরের জাহিদুর রহমান, মানবজমিনের জাহিদুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের মাসুদ আলম প্রমুখ।

গাজীপুর

গাজীপুরে বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত শ্রীপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করে সাংবাদিকরা। ঢাকা ট্রিবিউন গাজীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও এশিয়া টেলিভিশনের আরিফ খান আবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলি স্টারের প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, ভোরের ডাকের কাজী আকতার হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান মানিক, কবির সরকার, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণের এমদাদুল হক, দৈনিক গণমুক্তির মোক্তার হোসেন, দৈনিক মানবজমিনের এনামুল হক আকন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। 

হিলি

দিনাজপুরের হিলিতে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেটে মানববন্ধন করেছে সাংবাদিকরা। হাকিমপুর প্রেস ক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। এতে হিলি স্থলবন্দরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ পার্শ্ববর্তী বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকরা অংশ নেন। হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালাহউদ্দিন বকুল, বাংলা ট্রিবিউনের হালিম আল রাজী, চ্যানেল টোয়েন্টিফোরের এএসএম আলমগীর হোসেন, বাংলাভিশনের মুরাদ ইমাম কবির, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাজ্জাদ হোসেন, আরটিভির আব্দুল আজিজ, নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমরুহুল আমিনসহ আরও অনেকে।

ঝালকাঠি ঝালকাঠি

ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, প্রবীণ সাংবাদিক শ্যামল সরকার, প্রেস ক্লাবের সহ-সভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহ-সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অলোক সাহা, সাংবাদিক মেহেদী হাসান জসীমসহ আরও অনেকে।

সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত নোয়াখালী

নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে বেলা ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন, বখতিয়ার শিকদার, দৈনিক যুগান্তরের মনির চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবু নাসের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, দৈনিক মানবজমিনের নাসির উদ্দিন বাদল।

এ সময় উপস্থিত ছিলেন, নিউজ টোয়েন্টিফোরের আকবর হোসেন সোহাগ, ৭১ টিভির মিজানুর রহমান, যমুনা টেলিভিশনের মোতাছিম বিল্লাহ সবুজ, চ্যানেল আইয়ের আলাউদ্দিন শিবলু, এসএ টিভির আবদুর রহিম বাবুল, চ্যানেল টোয়েন্টিফোরের সুমন ভৌমিক, ডিবিসির আসাদুজ্জামান চৌধুরী কাজল, দীপ্ত টেলিভিশনের মাওলা সুজন, দেশ টিভির মাহবুবুর রহমান, প্রথম আলোর মাহবুবুর রহমান, ডেইলি স্টারের আনোয়ারুল হায়দার, সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, অ্যাডভোকেট হুমায়ুন কবির, আকাশ মোহাম্মদ জসিম, ফয়জুল ইসলাম জাহান, মোহাম্মদ জাহাঙ্গীর, ভোরের কাগজের সোহেল বাদশা প্রমুখ।

সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন করছেন সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ইন্ডিপেন্ডেন্টের আব্বাস হোসেন, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক  জহিরুল ইসলাম শিবলু, বাংলা নিউজের সাজ্জাদ হোসেন, দেশ রুপান্তরের ফারুক হোসেন, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আলী হোসেন, খবরপত্রের হাবিবুর রহমান সবুজ সহ প্রমুখ।

মেহেরপুর

সাংবাদিক আরিফুলকে নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন।

সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত পিরোজপুর

পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মানববন্ধন করেছে। সকাল ১১টায় টাউন ক্লাব সড়কে এই মানববন্ধন হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খালিদ আবু। সংগঠনের সাধারণ সম্পাদক তামিম সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এ কে আজাদ, বাংলা ট্রিবিউনের আরিফ মোস্তফা, পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা আহ্বায়ক হাসান মামুন, বিডি নিউজ২৪ ডটকমের হাসিবুল ইসলাম হাসান, সাপ্তাহিক বলেশ্বরের নির্বাহী সম্পাদক রেজওয়ান সাজন, নিউজ২৪ এর ইমন চৌধুরী, স্বদেশ প্রতিদিনের ফেরদৌস রহমান।

সাতক্ষীরা

সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটি সকাল সাড়ে ১০টায় শহরের নিউ মার্কেট মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠনটির আহ্বায়ক রামকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, রিপোর্টার্স ইউনিটির হাফিজুর রহমান মাছুম, সাংবাদিক আবু কাজী, প্রথম আলো বন্ধুসভার জাহিদা জাহান মৌ, রবিউল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান, কাজী শাহীদুল হক রাজু, আব্দুল গফুর সরদার প্রমুখ।

সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত সুনামগঞ্জ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সুনামগঞ্জ প্রেস ক্লাবের একাংশের আয়োজনে শহরের আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি হয়। এ সময় মানববন্ধনে জেলার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক একে এম মহিম, প্রথম আলোর খলিল রহমান।

সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত টাঙ্গাইল

টাঙ্গাইল প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, নিউ এইজ এর হাবিব খান, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক জে সাহা জয়, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মামুনুর রহমান, বাংলা ট্রিবিউনের এনায়েত করিম বিজয়।

যশোর
যশোর প্রেস ক্লাবের সামনে দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহিদ জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক গবেষক বেনজীন খান, প্রেস ক্লাব সম্পাদক আহসান কবীর, দৈনিক মানবজমিনের নূর ইসলাম, দৈনিক গ্রামের কাগজের সরোয়ার হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, দৈনিক প্রতিদিনের কথার এইচআর তুহিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মনিরুজ্জামান মুনির, সাংবাদিক নেতা কাজী আশরাফুল আজাদ প্রমুখ।


আরও পড়ুন: 
‘ডিসি অফিসে নিয়ে সাংবাদিক আরিফকে চোখ বেঁধে বিবস্ত্র করে পেটানো হয়’

মধ্যরাতে আরিফকে গ্রেফতার করে সাজা: রংপুরের বিভাগীয় কমিশনারকে তদন্তের নির্দেশ

আরিফের ওপর অন্যায় হয়ে থাকলে ডিসিকে প্রশ্নের মুখোমুখি হতে হবে: প্রতিমন্ত্রী

‘রাতে দরজা ভেঙে ঘরে ঢুকতে পারেন না মোবাইল কোর্ট’

মোবাইল কোর্টে আরিফকে সাজায় ক্ষুব্ধ মন্ত্রিপরিষদ বিভাগ, তদন্তের নির্দেশ

কুড়িগ্রামের ডিসির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রীকে প্রশ্ন করতে বললেন আইনমন্ত্রী

‘তুই অনেক জ্বালাচ্ছিস- বলে মারতে মারতে নিয়ে যায় আরিফকে’

মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিককে ধরে নিয়ে মোবাইল কোর্টে এক বছরের জেল

মধ্যরাতে সাংবাদিক আরিফুলকে তুলে নিয়ে গেলো মোবাইল কোর্ট

আরিফের আটক ও সাজার আইনি ব্যাখ্যা দিতে পারেননি ডিসি সুলতানা

কাবিখা’র টাকায় পুকুর সংস্কার করে ডিসি’র নামে নামকরণ!

 

/এনএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা