X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০২০, ১৭:৫৪আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:৫৮





‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে যারা বাসায় অবস্থান করছেন, তাদের সহায়তায় এগিয়ে এলো চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। ‘আপনি ঘরে থাকুন, দোকানই যাবে আপনার কাছে’ শিরোনামে চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সংগ্রহ করে মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ। কাউকে যেন ঘর থেকে বের হতে না হয়, সেজন্য এ উদ্যোগ নিয়েছে পুলিশ।


নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘করোনা ভাইরাসের বিস্তার রোধে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাসায় অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশ মেনে যারা বাসায় রয়েছেন, তাদের জন্য সিএমপির পক্ষ থেকে ‘হোম সার্ভিস’ সেবা চালু করা হয়েছে। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশনায় নগরের ১৬ থানায় চালু করা হয়েছে পুলিশের এ ‘হোম সার্ভিস’ সুবিধা। থানার ডিউটি অফিসারের নম্বরে ফোন করে অর্ডার দিলে বাজার নিয়ে হাজির হচ্ছে পুলিশ। এছাড়া সিএমপির হটলাইনে কল করে এই সেবা নিতে পারবেন নগরবাসী।’’
‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’ সিএমপির চারটি জোনের দায়িত্বে থাকা উপ-কমিশনাররা হোম সার্ভিসের বিষয়টি তদারকি করছেন বলে তিনি জানান।
জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের চারটি থানাতেই হটলাইন চালু করেছি। এখানে ফোন করে নগরবাসী অতীব জরুরি দ্রব্যাদি ও ওষুধের ক্ষেত্রে আমাদের সহায়তা নিচ্ছেন। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে এই পর্যন্ত চারটি থানার মাধ্যমে অন্তত ১০ থেকে ১৫টি পরিবার এই সেবা নিয়েছে। আমরা চাই নগরবাসী সরকারের নির্দেশনা মেনে চলুক। সেজন্য আমাদের এই বিশেষ উদ্যোগ। পাশাপাশি কেউ যদি হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন হয়, আমরা তাদের সহায়তায় এগিয়ে আসবো।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’