X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীর চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য ৬০টি পিপিই!

নীলফামারী প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ২০:০০আপডেট : ২৮ মার্চ ২০২০, ২০:০৮

নীলফামারী করোনাভাইরাস মোকাবিলায় নীলফামারীর ছয় উপজেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় মাত্র ৬০টি পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) পেয়েছে সিভিল সার্জন কার্যালয়। যা সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।  

শনিবার (২৮ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে জানা যায়, সুরক্ষা সামগ্রী হিসেবে তারা পেয়েছেন পাঁচশ গ্লাভস, একশত মাস্ক ও দুইশ হ্যান্ড স্যানিটাইজার। তবে গগলস পাওয়া যায়নি। সিভিল সার্জন জানান, চার হাজার গ্লাভস, দুই হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার পাঁচশ ও ১০০০ গগলসের চাহিদাপত্র সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু শফি মাহমুদ বলেন, ‘হাসপাতালগুলো প্রায় রোগীশূন্য হয়ে পড়েছে। পিপিই সংকটের কারণে সংক্রমণের ভয়ে সাধারণ রোগীরাও হাসপাতালে আসা কমিয়ে দিয়েছেন। তবে জরুরি কিছু সিজারিয়ান অপারেশন চালু আছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের সুরক্ষার বিষয়টি নিয়ে (পিপিই) দুশ্চিন্তায় রয়েছেন।  এ ব্যাপারে সিভিল সার্জন কার্যালয়ে প্রয়োজনীয় তালিকা পাঠানো হয়েছে।’

সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ জানান, জেলার ছয় উপজেলার মোট বিদেশফেরতের সংখ্যা ৩৩০ জন।  এর মধ্যে ২২৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ইতোমধ্যে ১০৫ জনের হোম কোয়ারেন্টিনের ১৪ দিনের মেয়াদ শেষ হয়েছে।  গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সবাই বিদেশফেরত।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পারসোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) প্রয়োজনের তুলনায় কম থাকায় চিকিৎসকরা সেবা দিতে ইতস্তত বোধ করছেন।  

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী