X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রংপুরে করোনা শনাক্তকরণ পরীক্ষা রবিবার থেকে

রংপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ২০:৫৭আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:০১

করোনা ভাইরাস

রংপুর মেডিক্যাল কলেজে রবিবার (২৯ মার্চ) থেকে চালু হচ্ছে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা।  কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরির দুটি রুমে মেশিনটি স্থাপনের কাজ চলছে। এটি সম্পন্ন হলে এ অঞ্চলের করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা সন্দেহভাজনের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরন্নবী লাইজু।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে মেশিনটি ঢাকা থেকে আসার পর শুক্রবার দুপুর থেকেই কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরির দুটি রুমে  স্থাপনের কাজ করছে গণপূর্ত বিভাগ। দিনরাত শ্রমিকরা কাজ করছেন।

তিনি আরও জানান, শিক্ষকদের সঙ্গে বৈঠক করে মেশিনটি পরিচালনা এবং পরীক্ষা-নিরীক্ষা করার জন্য জনবল নিয়োগ দিয়ে রবিবার থেকে পরীক্ষা শুরু করতে পারবো বলে আশা করছি।পিসিআর মেশিনের মাধ্যমে করোনা আক্রান্ত সন্দেহে হলে রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে। এজন্য মেডিক্যালে একটি টিমও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, রংপুর জেলায় এখন পর্যন্ত কোনও ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন  বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহাম্মেদ।এদিকে রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন বিদেশ ফেরত আরও ১০৪ জন। এনিয়ে এই বিভাগে মোট ১ হাজার ৭৬১  জন হোম কোয়ারেন্টিনে আছেন।

এদিকে বিদেশফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টিনের নিয়ম কানুন মানছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরে বিদেশ থেকে আসা প্রবাসীদের বাসায় গিয়ে খোঁজ নেন তারা। হোম কোয়ারেন্টিনে তাদের কোনও অসুবিধা হচ্ছে কিনা তারও খোঁজ নেন সেনা সদস্যরা। এদিকে নগরীতে জনসমাগম ও সচেতনা বাড়াতে পুরো জেলায়  টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫