X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক

বাগেরহাট প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ১৬:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৬:৩৯

বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টা ও ৯ টার দিকে তারা নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক দেখা দিয়েছে।

নিহত গীতা ভৌমিক (৭২) ও তার স্ত্রী শিপ্রা রানী ভৌমিক মোরেলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকার বাসিন্দা। মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. রাফসান হোসেন ও ডা. ওমামা হকের নেতৃত্ব একটি মেডিক্যাল টিম ওই বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেছেন। মেডিক্যাল টিম এখানে কোনও করোনা উপসর্গ পাননি বলে জানান।

ডা. মুফতি কামাল হোসেন বলেন, ‘অল্প সময়ের ব্যবধানে দুই জনের মৃত্যুতে করোনা আতঙ্ক দেখা দিলে ওখানে মেডিক্যাল টিম ও প্রশাসনের লোকজন যায়। তবে করোনার কোনও আলামত পাওয়া যায়নি। ওই দম্পতি অ্যাজমা, ডায়েবেটিক, হৃদরোগ, ব্লাড প্রেসারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তারা গত জানুয়ারি মাসে ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। তাদের সব কাগজ পরীক্ষা নিরীক্ষা করেও দেখা হয়েছে। পরিবারের অপর সদস্যরা সবাই সুস্থ্য আছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, করোনার কোনও উপসর্গ ওই পরিবারে পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মৃতদেহ দুটি দাহ না করে ধর্মীয় বিধান অনুযায়ী মাটি চাপা দেওয়া হবে বলে ওয়ার্ড কাউন্সিলর তপন কুমার পোদ্দার জানিয়েছেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!