X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বালুবাহী ট্রলারে নারায়ণগঞ্জ থেকে বরগুনায়: ৮৯ জন কোয়ারেন্টিনে

বরগুনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৩:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৩:০৬

বালুবাহী ট্রলারে নারায়ণগঞ্জ থেকে বরগুনায়: ৮৯ জন কোয়ারেন্টিনে নৌপথে বালুর ট্রলারে নারায়ণগঞ্জ থেকে বরগুনার আমতলীতে আসা নারী-শিশুসহ ৮৯ জনকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ৮৯ জন বরগুনার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বুধবার (৮ এপ্রিল) রাতে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাজীপুর বাজার থেকে ১০৯ জনকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে ২০ জন পটুয়াখালী জেলার বাসিন্দা। তাদেরকে পটুয়াখালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, যাত্রীরা নারায়ণগঞ্জের ইটভাটার শ্রমিক। সম্প্রতি নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করলে ওই এলাকা পুরো লকডাউন করে প্রশাসন। এরপরই তারা নারায়ণগঞ্জ থেকে গোপনে বরগুনা চলে আসে। এ দিকে নারায়ণগঞ্জ থেকে এতো মানুষ একসঙ্গে এলাকায় আসাতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ থেকে বালুবাহী ট্রলারে করে বরগুনা আসে নারী ও শিশুসহ ১০৯ জন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার গাজীপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা জনপ্রতি এক হাজার টাকা চুক্তিতে একটি কার্গো ট্রলারে করে আমতলীতে আসে।

এই ঘটনার পর জেলার নদীপথে পণ্যবাহী নৌযানগুলোতে কঠোর নজরদারি করার জন্য কোস্টগার্ড ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসক কার্যালয় সূত্র।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, নারায়ণগঞ্জ থেকে ট্রলারে করে বরগুনা আসায় নারী ও শিশুসহ ১০৯ জনকে আটক করেছি। এরপর ২০ জনকে পটুয়াখালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন বলেন, স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ৮৯ জনকে ছারছিনা দরবার শরীফের একটি সাইক্লোন শেল্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় সেখানে খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের চার জন ডাক্তার সেখানে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন। এখন পর্যন্ত সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। তবে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হবে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ট্রালারে আসা ১০৯ জনের মধ্যে ২০ জন পটুয়াখালীর বাসিন্দা। তাদেরকে পটুয়াখালী পাঠানো হয়েছে এবং ৮৯ জনকে বরগুনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী