X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাবনায় আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়েছে করোনা সন্দেহভাজন রোগী

পাবনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৮:২৮আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৮:৩০

পাবনা সরকারি হাসপাতাল





করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৭ এপ্রিল) কোনও এক সময় তিনি পালিয়ে যান। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘটনাটি গণমাধ্যমকর্মীদের মাঝে জানাজানি হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পালিয়ে যাওয়া ওই যুবকের নাম মোস্তাক আল মামুন (২৫)। তার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায়। তিনি জ্বর-সর্দি-কাশি-মাথা ব্যথা নিয়ে গত ৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর দিঘলকান্দি গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। স্বজনেরা তার এই লক্ষণ দেখে স্থানীয় পুলিশের মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর প্রাথমিক লক্ষণ করোনা সন্দেহ করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করে।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল হোসেন জানান, ওই রোগী চিকিৎসা সেবা নেওয়ার দুইদিন পরে গত ৭ এপ্রিল রাতের কোনও এক সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যায়। ওয়ার্ডের ভেন্টিলেটর ভাঙ্গা দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তিনি ওইদিক দিয়ে পালিয়েছেন। আইসোলেশন ওয়ার্ডে রোগী ভর্তির পর তাকে চেকআপ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। বাকি সময় আইসোলেশন ওয়ার্ডটি তালাবদ্ধ করে রাখা হয়। ভেতরে কোনও নিরাপত্তাকর্মী বা গার্ড থাকে না।
তিনি জানান, করোনা সন্দেহে ওই রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় বুধবার (৮ এপ্রিল) পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ভর্তি থাকাবস্থায় ওই রোগীর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ফল এখনও পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, এই ঘটনায় পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছেন। পালিয়ে যাওয়া রোগীর রেজিস্টারে দেওয়া তথ্য ও ঠিকানা অনুযায়ী সকল স্থানে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, হাসপাতালের সহকারী পরিচালক আইসোলেশন থেকে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর পালানোর বিষয়টি জানিয়েছেন। কারও গাফিলতি ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট