X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উৎপাদিত সবজি গর্তে ফেলছে কৃষক!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ০১:১৬আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১২:১২

 

 

বেগুনসহ অন্যান্য সবজি জমির পাশের গর্তে ফেলে দিতে বাধ্য হচ্ছে কৃষক করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকা থেকে শহরগুলোতে উৎপাদিত সবজিসহ অন্যান্য পণ্যের সরবরাহ কমেছে। এতে বেশি দামে সবজিসহ উৎপাদিত অন্যান্য পণ্য কিনতে হচ্ছে নাগরিকদের। অন্যদিকে উৎপাদিত পণ্য বাজারজাতে সমস্যায় পড়েছে কৃষক। লকডাউন অবস্থার কারণে পণ্য পরিবহনের সমস্যা তো রয়েছেই, এরপরেও কষ্ট করে মোকামে নিয়ে আসা পণ্যেরও উপযুক্ত দাম পাচ্ছেন না তারা। এ অবস্থায় নিজেদের উৎপাদিত পণ্য জমির পাশেই গর্ত করে ফেলে দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। নারায়ণগঞ্জ সদর উপজেলার শস্যভাণ্ডার খ্যাত আলীরটেক-বক্তাবলী ইউনিয়ন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

নগরীর আল্লামা ইকবাল রোডে সবজি বিক্রি করেন নূরে আলম। এমনিতে তিনি গার্মেন্ট শ্রমিক। তবে করোনার কারণে গার্মেন্ট কারখানা বন্ধ থাকায় তিনি সবজি বিক্রিতে নেমেছেন। দেশি বেগুন বিক্রি করছিলেন ৬০ টাকায়, টমেটো, উস্তা, কাঁচামরিচসহ অন্যান্য সবজি বিক্রি করছিলেন ৪০-৫০ টাকায়। সবজির দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে নূরে আলম বলেন, শহরে সবজি কম আসছে। এ কারণে ভোরবেলা নগরীর একমাত্র পাইকারি দ্বিগুবাবুর বাজারে গিয়ে সবজি ও অন্যান্য সামগ্রী কিনতে হয়। তবে এটাও ঠিক, এত কষ্ট করে সংগ্রহ করা সবজিও প্রতিদিন সব বিক্রি হয় না।

এরপর সবজির পাইকারি বাজারের খোঁজে যাওয়া হয় নারায়ণগঞ্জের নদীবেষ্টিত চরাঞ্চল বক্তাবলী-আলীরটেকে। বক্তাবলী ইউনিয়নের কানাইনগরে বসে এ এলাকার সবচেয়ে বড় সবজির মোকাম। অন্য সময় মোকাম বেলা ১০টা পর্যন্ত চললেও এখন সকাল ৮টার মধ্যে শেষ হয়ে যায়। কৃষকরা দাম পান না, পরিবহনে অসুবিধা। তাই মোকামে সবজি আনা কৃষকের সংখ্যা কমে গেছে।

মোকামের একটু পর থেকেই শুরু একরের পর একর সবজি ক্ষেত। জমিতে ফলেছে বেগুন, টমেটো, ভুট্টা, পোটল, ডাটাসহ নানা সবজি। এর কোনোটা পেকে পচে যাচ্ছে। কোনোটা পচে মিশে গেছে মাটির সঙ্গে।

তরুণ কৃষক আসাদুল্লাহর জমির পাশেই একটা গর্তে প্রচুর বেগুন পড়ে উঁচু হয়ে আছে। আসাদুল্লাহ বেগুন সরিয়ে দেখালো বেগুনের স্তূপের নিচে আছে টমেটো আর উস্তা।

কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘লকডাউনের শুরুতে বক্তাবলী-আলীরটেকের সঙ্গে নারায়ণগঞ্জ শহরের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। তখন পচতে থাকে বিভিন্ন ধরনের সবজি। মণকে মণ টমেটো, উস্তা, বেগুন মাঠের পাশের গর্তে ফেলে দেন আসাদুল্লা ও তার পরিবার।’

বক্তাবলীতে ঘুরে দেখা যায় বিভিন্ন সবজির জমির পাশেই এমন গর্ত। ভালো দাম না পাওয়ায় এবং বিক্রি করতে না পারায় এসব গর্তই হচ্ছে উৎপাদিত সবজির ঠিকানা।

স্থানীয় কৃষক আব্দুল আলি বলেন, যে বেগুন ঢাকা-নারায়ণগঞ্জে মহল্লায় মহল্লায় বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, সে বেগুন আমরা বিক্রি করছি ৫ থেকে ৭ টাকায়। তা-ও ক্রেতা পাওয়া যাচ্ছে না। আগে প্রতিদিন তিনশ’ থেকে সাড়ে তিনশ’ বেপারি নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে বক্তাবলী আসতেন সবজি কিনতে। ফেরি বন্ধ ও চাহিদা কম থাকায় এখন পনের-বিশজন বেপারি আসছেন।

তিনি বলেন, চার লাখ টাকা খরচ করে সবজির আবাদ করেছিলাম। ধরেছিলাম খরচ উঠে পঞ্চাশ হাজার টাকা লাভ থাকবে। চার লাখ টাকার মধ্যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা উঠেছে। বাকি টাকা উঠেনি। তিনি বক্তাবলীর ফেরি সার্ভিস সকাল ছয়টা থেকে দুই ঘণ্টার জন্য হলেও চালু করার দাবি জানান। বলেন, বেপারিরা আসতে পারলে হয়তো সবজি আবাদের চালানটা উঠে আসবে। তাহলে পরের আবাদে সবজির বীজ, সার, কীটনাশক কিনতে বা শ্রমিক খাটাতে কারও কাছে হাত পাততে হবে না।

তার সঙ্গে সহমত হন কৃষক আসলাম, হোসেন আলি, নুরু মিয়া, সুলতানসহ অনেকে।

শীতলক্ষ্যা নদী পার হয়ে বক্তাবলী যেতে হয়। বক্তাবলীর পরে আবার ধলেশ্বরী। ধলেশ্বরীর ওপারে মুন্সীগঞ্জের বালুরচর ইউনিয়নের চরবয়রাগাদী। মুন্সীগঞ্জ থেকে এক মণ পুঁইশাক নিয়ে বক্তাবলী হয়ে নারায়ণগঞ্জ শহরে যাচ্ছিলেন হাজী আহম্মদ আলী। বললেন, ‘সরকারের ত্রাণ চাই না। ত্রাণ দিলে আর কয় কেজি দেবে। পাঁচ কেজি, দশ কেজি না হয় বিশ কেজিই। কিন্তু যদি ফসল বিক্রি করতে পারি, তাহলে ত্রাণ-ঋণের দরকার নেই। সরকারের উচিত আমাদের প্রয়োজন দেখা।’

বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী কৃষকদের দাবিতে সমর্থন জানিয়ে বলেন, আমার ইউনিয়নে বলতে গেলে প্রায় সবাই কৃষক। পণ্য শহরে নিতে না পারায় তারা খুব সমস্যায় আছেন। আগে ট্রলারও বন্ধ ছিল। আমি উদ্যোগ নিয়ে সীমিত আকারে ট্রলার চালু করেছি। কিন্তু ট্রলারে মাল একবার উঠাতে ও পরে নামাতে খরচ বেশি পড়ে যায়। এছাড়া ভ্যানগাড়ি না এলে-গেলে মাল পরিবহনে অসুবিধা হয়। প্রশাসন যদি ফেরিটা দুই ঘণ্টার জন্য অন্তত খুলে দিতো, আমার এলাকার মানুষের অনেক উপকার হতো।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ফেরি খুলে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেবো। আর ত্রাণ বিতরণকারীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, চাল-ডালের সঙ্গে সবজিও দিন, তাহলে কৃষক বাঁচবে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা