X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় লালচাঁদকে হত্যা: শোক আর ঋণের চাপে দিশেহারা পরিবার

মাজহারুল হক লিপু, মাগুরা
৩০ মে ২০২০, ১৩:৩৪আপডেট : ৩০ মে ২০২০, ১৪:২৪

 লালচাঁদ লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলি যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মাগুরার লালচাঁদ। তার বাড়ি জেলার মহম্মদপুর উপজেলার নারায়ণপুর গ্রাম। তার মৃত্যুর খবর শোনার পর থেকে নারায়ণপুরে চলছে শোকের মাতম। একদিকে ছেলে হারানোর শোক, অন্যদিকে ধার-দেনা মাথায় নিয়ে পাগলপ্রায় লালচাঁদের বাবা-মাসহ পরিবারের সদস্যরা।

লালচাঁদের পরিবার সূত্রে জানা গেছে, নারায়ণপুর গ্রামের দরিদ্র কৃষক ইউসুফ শেখ ভাগ্য বদলের আশায় ছেলে লালচাঁদকে লিবিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে স্থানীয় দালাল হাজি কামালের সঙ্গে কথা বলেন তিনি। দালাল পাঁচ লাখ টাকা চান। এ সময় গরু বিক্রি, ঋণ, ধার এবং নিজস্ব সব জমি বন্ধক রেখে পাঁচ লাখ টাকা দালালের হাতে তুলে দেন তিনি। ৯ মাস আগে লিবিয়ার উদ্দেশে রওনা দেন লালচাঁদ।

 লালচাঁদের পরিবারের আহাজারি লালচাঁদের ছোট ভাই নাসিরুল জানান, চার ভাই তিন বোনের মধ্যে লালচাঁদ ছিল সবার বড়। বাবা অনেক কষ্ট করে তিন বোনের বিয়ে দিলেও ধার-দেনা করে সংসার চালাতে হতো বাবাকে। এই অবস্থায় আমার বড় ভাই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। ঋণ, ধার-দেনা ও জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে ভাইকে দালালের মাধ্যমে লিবিয়ায় পাঠানো হয়। গত ৯ মাসে ভাই একটি টাকাও পাঠাতে পারেননি। দালালের মাধ্যমেই আমরা জানতে পারি, ভাই আর নেই। আমাদের সুদের পরিমাণ বেড়েই চলেছে। এখন ভাইও নেই। আমরা নিঃস্ব হয়ে গেলাম।’

সরেজমিনে লালচাঁদের বাড়িতে গিয়ে দেখা গেছে লালচাঁদের মা- বাবা পুত্র শোকে বিলাপ বকছেন। তাদের চারপাশ ঘিরে আছে গ্রামবাসী। লালচাঁদের বাবা-মার সঙ্গে এ বিষয়ে কোন কথা বলা সম্ভব হয়নি।

 লালচাঁদদের বাড়িতে জড়ো হয়েছেন এলাকাবাসী গ্রামবাসী জানায়, একই এলাকার তারিকুল ইসলাম এবং লালচাঁদ ঢাকার টাইলস কাজের ঠিকাদার হাজি কামালের মাধ্যমে লিবিয়া যান। তবে হাজি কামালকে কেউ চেনেন না। হাজি কামালের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, 'আমি নিহতের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে বিস্তারিত জানাবো। উনি সেই মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।'

উল্লেখ্য, ১৫-১৬ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর মধ্যে ২৬ জনকে বৃহস্পতিবার (২৮ মে) নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। আহত হন ১২ জন। নিহত বাংলাদেশিদের মধ্যে ছিলেন মাগুরার লালচাঁদ।

 

 

/আইএ/
সম্পর্কিত
বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বিক্রির পর  ১২০ বস্তা জব্দ
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা