X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জনবল সংকটে মৎস্য প্রজনন খামারের বেহাল দশা

তৈয়ব আলী সরকার, নীলফামারী
০৬ জুন ২০২০, ১২:০০আপডেট : ০৬ জুন ২০২০, ১৬:৩৭

জনবল সংকটে মৎস্য প্রজনন খামারের বেহাল দশা জনবল সংকটসহ নানা সমস্যায় ঐতিহ্য হারাতে বসেছে নীলফামারী জেলা শহরের বন বিভাগ এলাকার মৎস্য বীজ প্রজনন খামারটি। ছয়টি পদের বিপরীতে বর্তমানে তিন জন দিয়েই কাজ চলছে খামারে (হ্যাচারি)। এতে ব্যাহত হচ্ছে পোনা উৎপাদন, নষ্ট হচ্ছে গুণগত মান। চাহিদা অনুযায়ী পোনা না পেয়ে বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। আর সরকার হারাচ্ছে রাজস্ব। শুক্রবার (৫ জুন) সরেজমিন গিয়ে এই চিত্র দেখা গেছে।

উন্নতমানের রেণু থেকে পোনা সরবরাহ ও মৎস্য চাষিদের প্রশিক্ষণ প্রদানের জন্য নীলফামারীতে ৮ দশমিক ৩৩ একর জমির ওপর প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় খামারটি। এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৬৪ সালে। শুরুতেই এই প্রতিষ্ঠানটির পোনা ব্যাপক সুনাম অর্জন করলেও সঠিক রক্ষণাবেক্ষণ ও জনবল সংকটের কারণে ঝিমিয়ে পড়েছে এর কার্যক্রম।
খামারের ক্ষেত্র সহকারী ইয়াহিয়া জানান, পানির পাম্প, জনবল, অক্সিজেন সিলিন্ডার ও ফ্রিজ সরবরাহ করা হলে বাটা, পুঁটি, রুই, মৃগেল ও কার্প জাতীয় ১৪৫ থেকে ১৫০ কেজি পর্যন্ত রেণু উৎপাদন করা যেতো। যার সমমূল্য দুই লাখ ৪০ হাজার টাকা বছরে আয় হতো। এছাড়াও টেবিল ফিশ (অপ্রয়োজনীয় মাছ) থেকে আয় হতো আরও ২৫ হাজার টাকা। এই খামারে সম্ভাবনা থাকা সত্ত্বেও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছে না। বর্তমানে ২৫ থেকে ৩০ কেজি রেণু উৎপাদন হচ্ছে।

অপরদিকে, পুকুর সংস্কারের অভাবে গেল কয়েক বছর ধরে এই মৎস্য প্রজনন কেন্দ্রে রেণু পোনা উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাছাড়া পুকুরগুলোর পানির স্তর নিচে নেমে যাওয়ায় তীব্র তাপদাহে এখানে প্রতিনিয়তই মারা যাচ্ছে পোনা ও মা মাছ। আর মা মাছ উৎপাদন না হলে রেণু ও পোনার আশা করা যায় না। নিয়মিত সংস্কার না হওয়ায় পোনা মৌসুমের বেশিরভাগ সময়ে আটটি পুকুরের মধ্যে পানিশূন্য থাকে ছয়টি পুকুর।

এলাকাবাসী জানান, লোকবলের অভাবে গত পাঁচ বছর ধরে মুখ থুবড়ে পড়ে আছে হ্যাচারির কার্যক্রম। খামার ব্যবস্থাপক, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ক্ষেত্র সহকারী) ও পাম্প অপারেটর দিয়ে চলছে ঢিমেতালে কার্যক্রম। বাকি তিন পদের মধ্যে শূন্য রয়েছে অফিস সহকারী, হ্যাচারি অ্যাটেন্ডেন্ট ও নৈশপ্রহরীর পদ। নেই গার্ড শেড ও জাল শুকানোর ঘর।

পরিচর্যার অভাবে নষ্ট হয়েছে পুকুরের পানি জেলা শহরের শাখামাচা বাজারের নাসিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন খামারি জানান, রেণু ও পোনার জন্য একসময় নীলফামারী সদরের হ্যাচারির সুনাম ছিল জেলাজুড়ে। পিকআপ ভ্যান নিয়ে এই অঞ্চলের মৎস্যচাষিরা হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতেন। কিন্তু দিন দিন হ্যাচারিতে চাহিদা মতো পোনা না পাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। ফলে বাইরের জেলা থেকে পোনা সংগ্রহ করতে হচ্ছে।

জেলা শহরের মৎস্য খামারি আমির আলী আক্ষেপ করে জানান, জনবলের অভাবে একসময়ের উত্তর অঞ্চলের স্বনামধন্য মৎস্য প্রজনন খামারটি ঐতিহ্য হারাতে বসেছে। এ অবস্থায় মৎস্য প্রজনন খামারটিতে প্রয়োজনীয় উপকরণসহ জনবল নিয়োগের দাবি জানাচ্ছি।

পোনা উৎপাদন ব্যাহত হওয়ার কথা স্বীকার করে নীলফামারী মৎস্য প্রজনন খামারের ব্যবস্থাপক মো. খায়রুল আলম জানান, প্রয়োজনীয় উপকরণ ও জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই সংকট নিরসন হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, ‘আমাদের দেশে মৎস্য ও প্রাণিসম্পদের অফুরান সম্ভাবনা রয়েছে। এজন্য স্থানীয়ভাবে সারা দেশে ছোট বড় ১৪৮টি মৎস্য বীজ উৎপাদন খামার তৈরি করে মাছ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এসব প্রকল্প হাতে নিয়েছে সরকার। খামারটির সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করছি। দেশে মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গুণগত মানের রেণু উৎপাদন করা গেলে দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রফতানি করা সম্ভব হবে।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!