কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে গলায় পাটের আঁশ পেঁচানো অবস্থায় সাদিয়া (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির এ তথ্য জানিয়েছেন। সাদিয়া পূর্ব রামখানা গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের মেয়ে।
শিশুটির বাবা শফিকুল জানান, রবিবার (২১ জুন) সকালে সাদিয়াকে দেখতে না পেয়ে তার মাকে মেয়ের খোঁজ নিতে বলে কাজে চলে যান তিনি। সারা দিনেও মেয়ের কোনও খোঁজ না পেয়ে বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। দুই দিনে তার কোনও খোঁজ পাওয়া না গেলেও মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পাটক্ষেতের পাশে বাঁশঝাড়ে গলায় পাটের আঁশ জড়ানো অবস্থায় মেয়ের খোঁজ মেলে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি রওশন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।
প্রসঙ্গত, এর আগে গত ২০ জুন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি পাটক্ষেত থেকে সিয়াম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।