X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা গুরুতর আহত

নোয়াখালী প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ২৩:২১আপডেট : ০৬ জুলাই ২০২০, ২৩:২৩

নোয়াখালী

সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন উপজেলার ১০ নং আমিশাপাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪০)। রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারের ৩০০ গজ পশ্চিমে আমিশাপাড়া সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা তার ওপর এই হামলা চালায়। সংকটাপন্ন অবস্থায় রাতেই তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম আমিশাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাওড়ি গ্রামের মোহাব হাজী বাড়ির মোবারক উল্যার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নজরুল রাতে সোনাপুর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় আমিশাপাড়া সড়কে এলে তাকে হত্যার উদ্দেশ্যে ওঁৎ পেতে থাকা উপজেলার শীর্ষ সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি মো. জাকির ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে সে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাকে কেন্দ্র করে আমিশাপাড়া বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত মো. জাকির হোসেন পলাতক। সে ৮নং সোনাপুর ইউনিয়নের হাসেমপুর গ্রামের রফিক মিস্ত্রির ছেলে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, সন্ত্রাসী মো. জাকির গুলি চালালে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়