X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আসামি ধরা পড়ায় কাজে ফিরছেন টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ২৩:৫০আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:০০

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে চিকিৎসক অপূর্ব বিশ্বাসের ওপর হামলার ঘটনার প্রধান আসামি গ্রেফতার হওয়ার খবর পেয়ে কর্মবিরতি স্থগিত করে আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) সকালে কাজে ফেরারে ঘোষণা দিয়েছেন তারা।

গ্রেফতার হওয়া আসামির নাম কাজী তরিকুল ইসলাম। তাকে বাগেরহাট জেলার মোল্লাহাট থেকে গ্রেফতার করা হয়েছে।
হাসপাতালে আনার পর রোগীর মৃত্যুর জের ধরে গত শনিবার কর্তব্যরত ডা. অপূর্ব বিশ্বাসের ওপর ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই দুদিন ধরে কর্মবিরতি চালিয়ে আসছিলেন তারা।

প্রধান আসামি কাজী তরিকুলকে গ্রেফতারসহ নিরাপদ কর্মস্থলের দাবিতে তারা এ আন্দোলন চালিয়ে আসছিল। বিএমএ গোপালগঞ্জ জেলা শাখা তাদের এ আন্দোলনে সমর্থন জানিয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা মধ্যে প্রধান আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দেয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়।

এ ব্যাপারে বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির জানান, আল্টিমেটাম অনুযায়ী প্রধান আসামি কাজী তরিকুলসহ দুই জন গ্রেফতার হওয়ায় তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে একজন রোগীকে টুঙ্গীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সেখানে আধাঘণ্টা পর ওই রোগী মারা যায়। রোগীর স্বজনদের অভিযোগ, এই সময়ে কর্তব্যরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে ডাকা হলেও নানা অজুহাতে রোগীর কাছে আসেননি তিনি। রোগীকে চিকিৎসা দিতে দেরি হয়েছে এমন অভিযোগ করে কর্তব্যরত ওই চিকিৎসককে কাজী তরিকুলসহ রোগীর বেশ কয়েকজন স্বজন শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে ডাক্তারদের পক্ষ থেকে গত (শনিবারই) টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদেরকে গ্রেফতার করা না হলে চিকিৎসকেরা ধর্মঘটে যাবেন বলে আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে পুলিশ দোষীদের গ্রেফতার করতে না পারায় তারা ইনডোর ও করোনা রোগীদের চিকিৎসা বাদে আউটডোর চিকিৎসাসেবা বন্ধ রেখেছিলেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে