X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বরিশালে করোনা রোগীদের সেবায় বাসদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স’

বরিশাল প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১৭:৩৭আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:৩৮

বাসদের ফ্রি অ্যাম্বুলেন্স (ছবি সংগৃহীত) বরিশালে করোনা রোগীদের পরিবহনে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে বাসদ। করোনা আক্রান্ত বা যাদের উপসর্গ আছে এমন রোগীরা জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবেন। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টায় নগরীর টাউন হলের সামনে বিশেষ এই অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

এসময় আরও উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নীলিমা জাহান, বিজন শিকদার, সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মিজানুর রহমান এবং অ্যাম্বুলেন্স স্বেচ্ছাসেবক টিমের চার সদস্য।

উদ্বোধনের সময় বক্তারা বলেন, বরিশাল বিভাগীয় জেলা হলেও এখানে করোনা রোগী পরিবহনের জন্য কোনও অ্যাম্বুলেন্স না থাকায় আমরা হতবাক হয়েছি। ইতোমধ্যে সংক্রমণের চার মাস পেরিয়ে গেলেও এই মহামারি মোকাবিলায় দৃশ্যমান কোনও উদ্যোগ নেই। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চষ্টো করে যাচ্ছি। যতদিন এই করোনা দুর্যোগ থাকবে আমরা মানুষের প্রতিটি প্রয়োজনে পাশে থাকবো।

তারা আরও বলেন, করোনা মোকাবিলায় প্রশাসনকে পিসিআর ল্যাব বাড়ানো, ফি বাতিল করে টেস্টের সংখ্যা বাড়ানো, করোনা অ্যাম্বুলেন্স চালুসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছি। আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করছি। ইতোমধ্যে রোগীদের জীবন রক্ষায় অক্সিজেন ব্যাংক চালু করেছি, লকডাউন পরিবারগুলোতে প্রতিদিনই খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে, চিকিৎসা সেবা নিশ্চিতেও কাজ করছি।

অ্যাম্বুলেন্সটির ফ্রি সেবা পেতে এবং যে কোনও প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৫৭২৩১৪০৮৫ এই হটলাইন নম্বরে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া