X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালী প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ১৩:১৩আপডেট : ১১ জুলাই ২০২০, ১৩:১৩

বন্দুকযুদ্ধ নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক প্রতিবন্ধীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন (২৫) নিহত হয়েছে। শনিবার (১১ জুলাই) ভোরে অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা এসব তথ্য জানান।

নিহত আকরাম হোসেন একই উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন—এএসআই লোকেন মহাজন, কনস্টেবল জিয়া ও কনস্টেবল এমরান।

ওসি আবদুল বাতেন মৃধা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগের আলোচিত প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক আকরাম হোসেনকে গ্রেফতার করতে আমি ফোর্সসহ অভিযানে যাই। এ সময় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে পৌঁছালে আকরাম ও তার সহযোগীরা অতর্কিতে পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে, আকরাম হোসেনের সহযোগীরা পালিয়ে যায়। পরে, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরাম হোসেনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা  মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, এ সময় এএসআই লোকেন মহাজন, কনস্টেবল জিয়া ও এমরান আহত হন। কারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুন উপজেলার অর্জুনতলা গ্রামের এক প্রতিবন্ধীকে আকরাম হোসেনসহ ১০ বখাটে দুপুরে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের কবরস্থানে আটকে রেখে ধর্ষণ করে। ১১ জুন রাতে মা হোসেনে আরা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে এই ঘটনায় সেনবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?