X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুই মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

রংপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ১৬:৩২আপডেট : ১১ জুলাই ২০২০, ১৬:৪৭

দগ্ধ মোটরসাইকেল রংপুর নগরীর মডার্ন মোড় এলাকার মডেল কলেজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর, একটি মোটরসাইকলকে ধাক্কা দিয়েছে বাস। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং চার আরোহী আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান এ তথ্য জানান।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীরা পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে রংপুর থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী মিঠাপুকুরের দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলে দুজন আরোহী আসছিল। মডেল কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। ঝলসে যায় মোটরসাইকেল চালকের শরীর। অপর মোটরসাইকেলের দু'জন আরোহীসহ মোট ৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটির আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে মোটরসাইকেলটি ভস্মীভূত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

ভ্যানে করে নেওয়া হচ্ছে মোটরসাইকলটি পুলিশ আরও জানায়, আগুনে ঝলসে যাওয়া ব্যক্তির নাম আরিফুজ্জামান। তার বাড়ি রংপুর সদর উপজেলার উত্তর জানকি পানবাড়ি এলাকায়। অপর মোটরসাইকেল চালকের নাম আলমগীর। বাড়ি নগরীর ডিবির মোড় এলাকায়। বাকিদের নাম পুলিশ জানাতে পারেনি।

এদিকে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ জানান, অগ্নিদগ্ধ আরিফুলের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা